‘মাথা উচু করে’ পিএসজিকে বিদায় এমবাপের

‘মাথা উচু করে’ পিএসজিকে বিদায় এমবাপের

কিলিয়ান এমবাপে পিএসজির জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। শনিবার ফরাসি কাপের ফাইনালে তার দল পিএসজি ২-১ গোলে লিওঁকে হারিয়েছে। জিতেছে ফ্রেঞ্চ কাপের ট্রফি। এই ট্রফির উদযাপনেই এমবাপেকে বিদায় জানাল ফরাসি চ্যাম্পিয়নরা। 

ম্যাচ শেষে তিনি বলেন, ‘একটা ফাইনালে ট্রফি জিতে শেষ করার চেয়ে ভালো কিছুই নেই। এটা বেশ ভালো অনুভূতি দিচ্ছে।’

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ। সম্প্রতি তিনি জানিয়েছেন আগামী মৌসুমে আর পিএসজির হয়ে খেলবেন না। তার পরবর্তী গন্তব্য হিসেবে ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। যদিও দুই পক্ষের কেউই এই বিষয়ে কিছু জানায়নি।

তিনি জানালেন, এ বিষয়ে তিনি ভালো সময় হলে জানাবেন। তার কথা, ‘আমি ক্লাবের হয়ে একটা ট্রফি জিতে শেষ করতে চেয়েছিলাম। আমি মনে করি সবকিছুর একটা সময় আছে। ভবিষ্যৎ ক্লাব কোনটা হবে, তা আমি ভালো একটা সময় দেখে জানিয়ে দেব। আমার মনে হয় কয়েক দিনের ভেতরই তা হয়ে যাবে, যখন কোনো সমস্যা থাকবে না।’

এমবাপে আরও বলেন, ‘সেটা কখন হবে তা আমি জানি না। অনেক কিছু নিশ্চিত হওয়া বাকি আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল এখানে মাথা উঁচু করে বিদায় নেওয়া।’ এমবাপে তা পেরেছেব বৈকি!

নিজের শেষ ম্যাচে গোল পাননি এমবাপে। তবে তার আগেই তিনি ৩০৮ ম্যাচে করেছেন ২৫৬ গোল। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বনেই তিনি ক্লাবটা ছেড়ে যাচ্ছেন। 

সম্পর্কিত খবর