লেভারকুজেনের ‘স্বপ্নের মৌসুম’ দীর্ঘদিন মনে থাকবে আলোনসোর
নিজেদের আগের ম্যাচ ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে হেরে ৫১ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছিল বায়ার লেভারকুজেনের। তবে একটি শিরোপা হাতছাড়া হলেও গত রাতে জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নকে ১-০ ব্যবধানে হারিয়ে ৩১ বছর পর টুর্নামেন্টটির শিরোপা জিতল জাবি আলোনসোর দল। পুরো মৌসুমে ৫৩ ম্যাচে হার স্রেফ ওই একটাই। একাধিক রেকর্ড, কীর্তি ও মাইলফলক গড়া এই ‘স্বপ্নের মৌসুম’কে তাই দীর্ঘদিন মনে রাখতে চান লেভারকুজেন কোচ আলোনসো।
বুন্দেসলিগা শিরোপার পর এবার জার্মান কাপ শিরোপা জিতে ‘ডাবল’ নিয়েই মৌসুম শেষ করলো লেভারকুজেন। তাদের সদ্য নতুন নাম ‘নেভারলুজেন’ পুরো মৌসুমের হিসেবে পরিপূর্ণতা না পেলেও মৌসুমটিতে যা করে দেখিয়েছে তারা, তা দীর্ঘদিন মনে থাকবে ফুটবল ভক্তদেরও।
গতকাল বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপ জেতার পর আলোনসো বলেন ‘শেষ পর্যন্ত, এইভাবে জেতার অর্থ হল আমরা জেতার মানসিকতা দেখিয়ছি। আমরা ক্লাবের হয়ে লড়াইটা করেছিল সমর্থকদের জন্য।’
কাইজারস্লাটার্নের বিপক্ষে শুরুতেই গোল পেলেও প্রথমার্ধের ঠিক আগে ১০ জনের দলে পরিণত হয় লেভারকুজেন। অবশ্য সেই ১০ জন নিয়ে নিজেদের রক্ষণ সামলে রাখে তারা এবং নিশ্চিত করে ‘ডাবল’। এবং এটি এমন কিছু যেন দীর্ঘদিন মনে লালন করার মতোই কিছু। সেই প্রসঙ্গে আলোনসো বলেন, ‘ডাবল জেতা বিশাল সাফল্য। ভবিষ্যতে এটা আমরা মনে রাখব।’
শুরুতে হয়তো এমনটা ভেবেছিল না কেউই। এমনকি এমন সাফল্যে ভরা মৌসুম শেষে যেন ঘোরের মধ্যে আছেন আলোনসো নিজেও। ‘এই মৌসুমে যা ঘটেছে তা মেনে নিতে আমার সময় দরকার। এটি একটি স্বপ্নের মৌসুম ছিল এবং শেষ দিনে এমন উদযাপনটাও বিশেষ কিছু।’