আমি অন্য কোথাও যেয়ে ট্রফি জিতব: টেন হাগ
শনিবার এফএ কাপের ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসের ১৩তম এফএ কাপের শিরোপা ঘরে তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শুরু আগে এবং ম্যাচ জেতার পরেও ইউনাইটেডের জয় ছাপিয়ে যে বিষয়টি বেশি আলোচনায় ছিল ও আছে তা হচ্ছে রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগের ছাঁটাই।
ম্যাচের আগে থেকেই এটা প্রায় নিশ্চিতই ছিল যে, ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচের পরই কোচ টেন হাগকে ছাঁটাই করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ টেন হাগের ওপর থেকে ইউনাইটেড কর্তৃপক্ষের আস্থা পুরোপুরি হারিয়ে গেছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে চরম হতাশাজনক পারুফরম্যান্স দেখিয়েছে ইউনাইটেড, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ম্যানেজমেন্ট এবং সমর্থকরাও।
পরের মৌসুমেও ওল্ড ট্রাফোর্ডে থাকা হবে কিনা এ বিষয়ে নিশ্চিত নন টেন হাগ। তিনি বলেছেন, ‘দুই বছরে দুটি শিরোপা জেতা এবং তিনটি ফাইনালে খেলা খারাপ না। যদি তারা আমাকে না চায় তাহলে আমি অন্য কোথাও যেয়ে ট্রফি জিতব। কারণ আমি এরকমটাই করি।‘
২০২৩-২৪ মৌসুমে শোচনীয় পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় আটে থেকে লিগ শেষ করেছে ইউনাইটেড। তবে এফএ কাপে জেতার সুবাদে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলার টিকিট অর্জন করেছে তারা।
টেন হাগ আসার আগে ক্লাবের অবস্থা কেমন ছিল তা মনে করিয়ে দিয়ে কিছুটা খোঁচাও মেরেছেন এই ডাচ কোচ , ‘যখন আমি দায়িত্ব নেই তখন দলে বিশৃঙ্খল অবস্থা ছিল। কিন্তু দল এখন উন্নতি করেছে এবং জিতেছেও।‘