এক যুগ পর চেন্নাইয়ে আইপিএলের ফাইনাল; সবশেষ জিতেছিল কারা? 

এক যুগ পর চেন্নাইয়ে আইপিএলের ফাইনাল; সবশেষ জিতেছিল কারা? 

আইপিএলের এর আগের দুই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের নরেদ্রে মোদি স্টেডিয়ামে। সেখানে ২০২২ আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স। পরের আসরেও তারা উঠেছিল ফাইনালে। তবে ২০২৩ সালের সেই আসরে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। বছর ঘুরে আইপিএলের এবারের আসরের ফাইনালটা চেন্নাইয়ে। এতে পুরো এক যুগ অর্থাৎ, ১২ বছর পর চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিরোপা লড়াইয়ের ম্যাচ। 

এর আগে ২০১২ সালে সবশেষ চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল। এক যুগের সেই পুরনো স্মৃতিতে একটু ঘুরে আসা যাক। 

২০১২ সালের সেই আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও কলকাতা। চেন্নাই সেবার তৃতীয়বারের মতো খেলছিল ফাইনাল এবং কলকাতার সেবারই প্রথম। সেই প্রথমবারেই বাজিমাত কলকাতার। চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলটি। কলকাতার সেই দলে ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পেয়েছিল চেন্নাই। পরে ৪ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল কলকাতা। ৪৮ বলে ৮৯ রান করা মানভিনদার বিসলা জিতেছিলেন ম্যাচসেরার খেতাব। 

সেদিন ব্যাটে-বলে দুইয়েই জয়ে অবদান রেখেছিলেন সাকিবও। ৩ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরে ব্যাটিংয়ে ৭ বলে অপরাজিত ছিলেন ১১ রানে। 

কলকাতার ২০১২ সালের শিরোপাজয়ী সেই দল থেকে ২০২৪ আসরের দলে কেবল সুনীল নারাইন। তৎকালের অধিনায়ক গৌতম গম্ভীর এখন দলটির প্রধান কোচ এবং ১২ বছর সেই মাঠেই নিজেদের তৃতীয় শিরোপার লড়াইয়ে নামবে শ্রেয়াস আইয়ারের দল। প্রতিপক্ষ আসরের আরেক শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে আজ (রোববার) রাত ৮টায়। 

সম্পর্কিত খবর