১০ হাজার মিটার দৌড়ে সেবেটের বিশ্বরেকর্ড
মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার বিয়েট্রিস সেবেট। গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রের প্রিফনটেইন ক্লাসিকে দৌড়ের রেকর্ড বইয়ে নিজের নাম লেখান এই কেনিয়ান দৌড়বিদ।
প্রিফন্টেইন ক্লাসিক একটি ট্র্যাক যেটি ইউজিনের ইউনিভার্সিটি অফ ওরেগন ক্যাম্পাসের হেওয়ার্ড ফিল্ডে অনুষ্ঠিত হয়। যা ওরেগন ট্র্যাক ক্লাব দ্বারা পরিচালিত। আগে এই ট্র্যাকটি আইএএএফ (অ্যাথলেটিক্স ফেডারেশনের আন্তর্জাতিক সংস্থা) গ্র্যান্ড প্রিক্সের একটি ইভেন্ট ছিল। তবে বর্তমানে এটি ডায়মন্ড লিগের অংশ।
বিশ্বরেকর্ডটি গড়তে সেবেট সময় নিয়েছেন ২৮ মিনিট এবং ৫৪ দশমিক ১৪ সেকেন্ড। যা আগের রেকর্ডের চেয়ে প্রায় সাত সেকেন্ড কম। আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ান দৌড়বিদ লেটেসেনবেট গিদেইয়ের, যা তিনি গড়েছিলেন ২০২১ সালে প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে।
সেবেট এই ইভেন্টে শঙ্কায় ছিলেন গুদাফ সেইগেরকে নিয়ে। কেননা গত বছরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারের এই ইভেন্টে সোনা জিতেছিলেন ইথিওপিয়ার এই তারকা অ্যাথলেট। তবে শেষ ল্যাপে গুদাফ পড়ে গেলে জয়ের আশা দেখেন এবং শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড গড়েই শেষ করেন দৌড়। রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গিয়ে সেবেট বলেন, ‘শেষ ল্যাপটি আমাকে অনুপ্রাণিত করেছিল, বিশেষ করে যখন গুডাফ পড়ে যান। তখন আমি টের পেয়েছিলাম, এখন আমিই সেরা এবং আমি এটা (শীর্ষে থেকে দৌড় শেষ) করতে পারি।’