জয় দিয়েই শেষ কোচ জাভির বার্সা যাত্রা
আগের আসরে স্প্যানিশ সুপার কাপ ছাড়া লা লিগা শিরোপাটাও জিতেছিল বার্সেলোনা। তবে এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটল না কাতালানদের। আগের মৌসুমের সেই দুটি শিরোপাই এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে খুইয়েছে তারা। মৌসুমে সব হারানো কাতালানদের জন্য গতকালের ম্যাচটি অবশ্য ছিল একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। নিজেদের মৌসুমের শেষ ম্যাচ হওয়ায় সেটি ছিল কোচ জাভি হার্নান্দেজেরও বার্সার সঙ্গে শেষ ম্যাচ।
সেভিয়ার মাঠে গত রাতে লা লিগায় নিজেদের শেষ ম্যাচটিতে ২-১ ব্যবধানে জেতে বার্সা। এতেই জয় দিয়েই মৌসুমটা শেষ করলো তারা। যেখানে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটির মোট পয়েন্ট দাঁড়াল ৮৫।
রবার্ট লেভানডোভস্কির গোলে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। পরের ম্যাচের ৩১তম মিনিটে ইউসুফ এন-নেসরির গোলে সমতায় ফেরে সেভিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে ফেরমিন লোপেজ গোল করলে ফের এগিয়ে যায় বার্সা এবং শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই ছাড়ে মাঠ।
জয়সূচক এই গোলটির পরই সাইডলাইনে গিয়ে জাভিকে জড়িয়ে ধরেন লোপেজ। মৌসুমের শুরুর দিকে জানুয়ারিতে এই মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিধান্ত নিলেও পরে ‘ইউটার্ন’ নিয়ে আরও একবছর থেকে যাওয়ার সিধান্ত নেন জাভি। তবে গত শুক্রবার তাকে বরখাস্ত করে কাতালান ক্লাবটি।