ইউরোর দল ঘোষণা স্পেনের, নেই গাভি
আগামী ১৪ জুন মাঠে গাড়তে যাচ্ছে উয়েফা ইউরো ২০২৪। জার্মানিতে হওয়া এই আসরে অংশগ্রহণ করবে ২৪ টি দল। সেই আসর সামনে রেখেই এবার ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। পরবর্তীতে যা নামিয়ে আনা হবে ২৬ জনে। চোটের কারণে এই দলে জায়গা হয়নি বার্সার ফুটবলার গাভির।
এবারের ইউরোতে বি গ্রুপে পরেছে স্পেন। যেখানে গ্রুপপর্বে তাদের মুখোমুখি হতে হবে ক্রোয়েশিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে । এই গ্রুপের আরেক দল আলবেনিয়া। স্পেনের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী ক্রোয়েশিয়া।
স্পেনের ঘোষিত দলে চোট চোট কাটিয়ে ফিরেছেন পেদ্রি। এছাড়াও বার্সা থেকে জায়গা হয়েছে ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও ফেরমিন লোপেজের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।
এর বাইরে চোটের কারণে বাদ পড়েছেন গাভি। এর বাইরে টটেনহ্যাম ডিফেন্ডার পেদ্রো পেরো ও আতলেতিকো মাদ্রদের মিডফিল্ডার কোককে রাখা হয়নি ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে।
স্পেন স্কোয়াড-
গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়াড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।