জোড়া গোলে রোনালদোর রেকর্ড
বয়স ৪০ ছুঁইছুঁই। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো থামছেনই না যেন। খেলে যাচ্ছেন, পারফর্মও করছেন। এবার যেমন ভাঙলেন সৌদি লিগের রেকর্ড। আল ইত্তিহাদের বিপক্ষে তিনি করেছেন জোড়া গোল, দল জিতেছে ৪-২ ব্যবধানে। তাতেই তিনি বনে গেছেন সৌদি লিগ ইতিহাসের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার।
এদিন জোড়া গোল করে মৌসুমের ৩৫তম গোলের দেখা পেয়ে যান তিনি। প্রথম গোলটা তিনি করেন ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। এরপর ৬৯ মিনিটে দারুণ এক হেডারে করেন দ্বিতীয় গোলটা। আর তাতেই গড়া হয়ে যায় রেকর্ড।
সৌদি লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ছিল মরক্কান আব্দেররাজাক হামদাল্লাহর দখলে। ২০১৮-১৯ মৌসুমে তিনি করেছিলেন ৩৪ গোল, সেটাও আবার আল নাসরের হয়েই। ৩৫তম গোলের পর তাকে দুইয়ে ঠেলে এ রেকর্ডের মালিক বনে গেছেন রোনালদো।
রেকর্ডটা গড়ে রোনালদো এক্সে পোস্ট করেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ রেকর্ড তার পেছনে ছুটলেও আল নাসরের হয়ে শিরোপা তেমন জিততে পারছেন না রোনালদো। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল একটা শিরোপা জিতেছেন তিনি, আরব ক্লাব কাপ। কোনো লিগ জিততে পারেননি। চলতি মৌসুমেও শিরোপা হাতছাড়া হয়ে গেছে তার দলের, দ্বিতীয় স্থানে থেকে শেষ করছে এবারের আসর।
মৌসুম শেষে অবশ্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। ২০১৬ সালে পর্তুগালের ইউরোজয়ী দলের অধিনায়ক রোনালদো এবারও খেলবেন ইউরোপসেরা বনে যাওয়ার মঞ্চে। এটি হবে তার ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট।