যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল বাংলাদেশ

যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল বাংলাদেশ

যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়ে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ টেবিল টেনিস দল। সে লক্ষ্য পূরণ হয়েছে অবশেষে। সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে এশীয় শ্রেষ্ঠত্বের আসরের টিকিট কেটেছে বাংলাদেশ। 

সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ হচ্ছে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। এই টুর্নামেন্ট থেকে সেরা দুই অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা দল যাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে।

আগামী ৩০ জুন চীনের চাংকুইং শহরে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে ৬ জুলাই পর্যন্ত। এশিয়ান দলগুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চল থেকে দুটো করে দল, সঙ্গে সবশেষ আসরের সেমিফাইনালিস্ট চার দলকে নিয়ে হবে টুর্নামেন্টটি। 

বাংলাদেশ আজ সেই টুর্নামেন্টের টিকিটই কেটে ফেলেছে। শুরুটা অবশ্য ভালো হয়নি। ২-০ সেটে এগিয়ে গিয়েও শেষমেশ শ্রীলঙ্কার কাছে হারতে হয় ৩-২ ব্যবধানে। তবে এরপর পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ বনে যায় রানার্স আপ।

ফলে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপও নিশ্চিত হয়ে যায়। এই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে মূল টুর্নামেন্টে যাচ্ছে শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগ থেকে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে যাচ্ছে ভারত ও শ্রীলংকা ।

সম্পর্কিত খবর