এবার আসছে টেনিসের প্রিমিয়ার লিগ
কোনো খেলায় নিয়মিত সাফল্য আনতে হলে খেলাটা মাঠে রাখা জরুরি। বাংলাদেশ ফেডারেশন সে চেষ্টাটা করছে বেশ।
তারই প্রেক্ষিতে এবার মাঠে গড়াচ্ছে টেনিসের প্রিমিয়ার লিগ। এর নাম হবে ‘শেখ জামাল প্রিমিয়ার টেনিস লিগ’।
আজ মঙ্গলবার বাংলাদেশ টেনিস ফেডারেশনে বসেছিল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানে হাজির ছিলেন ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এই সভায় তোলা হয়েছিল প্রিমিয়ার লিগের প্রস্তাবটি। সেখানে লিগ আয়োজনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিযোগিতাটি আয়োজনের যাবতীয় কার্যক্রম শুরু করার জন্য ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মো: আসলামকে দায়িত্ব প্রদান করা হয়। এই সভায় আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়। টুর্নামেন্টটি হবে একাধিক ভেন্যুতে। প্রতিটি দলে একটি করে বিদেশী খেলোয়াড়ও রাখা যাবে বলে সিদ্ধান্ত নেওয়া যায়।