অভিষেক মৌসুমের লা লিগা সেরা বেলিংহাম
বয়সটা কেবল ২০। আগামী ২৯ জুন পূর্ণ করবেন ২১ বছর। এই বয়সেই ফুটবলে যেন অনেকটাই পরিপূর্ণ রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। তরুণ বয়সেই যেন বনে গেছেন তারকা খ্যাতির। এই মৌসুমেই জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে পাড়ি জমান এই ইংলিশ মিডফিল্ডার। এবং মৌসুমে শুরু থেকেই দেখিয়ে চলেছেন তার চমক। যা চলেছে শেষ পর্যন্তই। চ্যাম্পিয়নস লিগে দলকে ফাইনালে তোলা ছাড়াও লিগ শিরোপা জেতায় বড় অবদান রেখেছেন এই তরুণ তারকা। এতেই নিজের অভিষেক মৌসুমেই লা লিগার মৌসুম সেরার খেতাব জিতলেন বেলিংহাম।
গতকাল (মঙ্গলবার) মৌসুমে বিভিন্ন খেতাব পাওয়াদের নাম ঘোষণা করে লা লিগা কর্তৃপক্ষ।
এই মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ২৩টি গোল করেছেন বেলিংহাম। এর মধ্যে লিগে ২৮ ম্যাচে গোলের সংখ্যা ১৯। পাশাপাশি ৬টি অ্যাসিস্টও করেছেন। সামনেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আগামী ১ জুন ইউরোপ সেরার লড়াইয়ে ডর্টমুন্ডের বিপক্ষে নামবে লস ব্লাঙ্কোসরা। তারই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বেলিংহাম। এতেই নিজে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি তিনি। তবে এক ভিডিও বার্তায় জানিয়েছেন নিজের অনুভূতি।
সেখানে বেলিংহাম বলেন, ‘এই পুরস্কারতির জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করতে পারাটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য এ পুরস্কার আমি আমার সতীর্থ, সব স্টাফ এবং কোচকে উৎসর্গ করতে চাই। পাশাপাশি সমর্থকদের অবদানের কথাও বলতে হয়। এটা (রিয়াল) বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলতে পারা সব সময় অনেক আনন্দের।’
এদিকে বার্সেলোনার ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল জেতেন মৌসুমের সেরা উদীয়মান ফুটবলারের পুরষ্কার। এই মৌসুমে পাঁচটি গোলটি ছাড়াও আটটি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া মৌসুমসেরা কোচের খেতাব পেয়েছেন জিরোনার মাইকেল সানচেজ। চলতি মৌসুমে তার অধীনে জিরোনার পারফর্ম অনেকটা চমকে দেওয়ার মতোই ছিল। পয়েন্ট তালিকার তিনে থেকে ক্লাবটি শেষ করেছে মৌসুম এবং প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছে চ্যাম্পিয়নস লিগে খেলার।