মেসি ছাড়াও আর্জেন্টিনাকে শক্তিশালী মানছেন এন্দ্রিক
টুর্নামেন্টটিতে ২৮ বছরের শিরোপা কাটিয়ে ২০২১ সালে মেসির হাত ধরে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রায় তিন দশকের শিরোপা খরা ঘুচিয়েছিল তারা। পরের বছর সেই মেসির হাত ধরে ফিনালিসিমা ও বিশ্বকাপটাও জেতে আর্জেন্টিনা। বৈশ্বিক টুর্নামেন্টে আলবিসেলেস্তেরা এখন অন্যতম শক্তিশালী। তর্কসাপেক্ষে সেই দাপট অবশ্য মেসিকে কেন্দ্র করেই। তবে মেসি ছাড়াও যেকোনো টুর্নামেন্টে যেকোনো দলের বিপক্ষেই আর্জেন্টিনা বেশ শক্তিশালী। এমনটাই দাবী ব্রাজিলের তরুণ তারকা এন্দ্রিকের।
কোপার এর আগের আসরে চারটি গোল করে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন মেসি। সবকিছু ঠিকঠাক থাকলে আরও একবার মেসির নেতৃত্বেই কোপার ৪৮তম আসরে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। যদিও এখনো আগামী মাসে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বে লড়াইয়ের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চোটের বাঁধায় না পড়লে মেসির জায়গা নিশ্চিতই।
তবে মেসি কোনো কারণে যদি নাও খেলেন তাও টুর্নামেন্টে শিরোপার জন্য আর্জেন্টিনাকেই ফেভারেট মানছেন এন্দ্রিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আর্জেন্টিনা দলে সবসময়ই একাধিক তারকা থাকে। তাদের কেউই একা চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যেকোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা ফেভারেট।
এন্দ্রিকেই বয়সটা এখন ১৭। সবশেষ কোপায় যখন ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনার কাছে তখন তার বয়স ছিল ১৪। সবার সঙ্গে তৎকালের সেই কিশোরও হয়তো বরণ করে নিয়েছেন সেই হার এবং জাতীয় দলে জার্সি জড়িয়ে তিনি এটিও মানছেন কোপা জিততে হলে হারাতে হবে আর্জেন্টিনাকে। ‘ব্রাজিলকে চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনাকে হারাতে হবে। আমরা সেই লক্ষ্যেই লড়াইয়ে নামতে যাচ্ছি।’
আগামী ২১ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে এবারের কোপার আসর। সেখানে আসরের উদ্বোধনী দিনেই কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে ব্রাজিলের যাত্রা শুরু আগামী ২৫ জুন, কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।