বায়ার্নকে ট্রেবল জেতানো ফ্লিক এখন বার্সার কোচ

বায়ার্নকে ট্রেবল জেতানো ফ্লিক এখন বার্সার কোচ

কদিন আগেই জাভি হার্নান্দেজ অধ্যায়ের ইতি টেনেছে বার্সেলোনা। সেদিনই জানা গিয়েছিল বার্সার নতুন কোচ হতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখকে ২০২০ সালে ট্রেবল জেতানো কোচ হান্সি ফ্লিক। অবশেষে সেটিই সত্যি হলো। জাভি অধ্যায়েই ইতি টানার এক সপ্তাহের মধ্যেই ফ্লিককে আনুষ্ঠানিক কোচ হিসেবে ঘোষণা দিয়েছে বার্সেলোনা।

ফ্লিককে আগামী দুই বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা। পরবর্তীতে তার এই মেয়াদ বাড়বে কিনা সেটি নির্ভর করবে ক্লাবটির সাফল্যের ওপর। কেননা, মেয়াদ থাকার পরও ক্লাবের ব্যর্থতার কারণে জাভিকে বরখাস্ত করেছে বার্সা।

সদ্য শেষ হওয়া মৌসুমে জাভির অধীনে কোনো সাফল্য পায়নি বার্সা। লা লিগা শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করেছে বার্সা। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জাভির বার্সা পিএসজির বিপক্ষে দুই লেগ মিলিয়ে বিধ্বস্ত হয়েছে ৬-৪ গোলে। সেই ব্যর্থতার দায় নিয়েই বার্সা ছাড়তে হয়েছে ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলারকে।

অন্যদিকে বায়ার্নের কোচ হিসেবে নিজের মেয়াদে বেশ সফল ছিলেন ফ্লিক। নিজের সময়ে ৬টি শিরোপা জিতিয়েছেন বায়ার্নকে। এরমধ্যে ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তিও আছে তার। সেই মৌসুমে ফ্লিকের দলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল বার্সাকে। তার অধীনেই দারুণ ফুটবল উপহার দিয়েছিল বর্তমানে বার্সাতে খেলা রবার্ট লেভান্ডোভস্কি। নতুন করে ফ্লিক বার্সায় আসার পর লেভান্ডোভস্কিই যে হবেন তার প্রধান হাতিয়ার তা বলায় যায়।

ফ্লিককে কোচ হিসেবে ঘোষণা দিয়ে বার্সেলোনা এক বিবৃতি জানিয়েছে, ‘কোচ হিসেবে এমন একজনকেই বার্সা বেছে নিয়েছে যিনি উচ্চ চাপ এবং তীব্র সাহসীকতা দেখানোর জন্য সুপরিচিত এক ব্যক্তি। ক্লাব এবং আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত সাফল্য এনে দেওয়ার কীর্তি আছে তার। ফুটবলে সম্ভাব্য সব রকম সাফল্য আছে তার।’

সম্পর্কিত খবর