আবাহনীকে হারিয়ে ‘ট্রেবল’ রানার্স আপ মোহামেডান
লিগের নিয়তি ঠিক হয়ে গিয়েছিল বহু আগে। বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করে ফেলেছিল ৩ ম্যাচ বাকি থাকতেই। তবে রানার্স আপ কে হবে, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।
তার নিষ্পত্তির জন্য অপেক্ষা ছিল আজ ঢাকা ডার্বির, আবাহনীর বিপক্ষে মোহামেডানের ম্যাচের। সে ম্যাচে শেষ হাসিটা হেসেছে মোহামেডান। আবাহনীকে হারিয়েছে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় হয়ে লিগ মৌসুম শেষ করেছে আলফাজ আহমেদের দল।
এর আগে মৌসুম শুরুর স্বাধীনতা কাপে রানার্স আপ হয়েছিল মোহামেডান। গেল সপ্তাহে বাংলাদেশ ফেডারেশন কাপেও রানার্স আপ হয়েছিল দলটা। এবার লিগেও দ্বিতীয় হওয়া নিশ্চিত করে রানার্স আপ হওয়ার ‘হ্যাটট্রিক’ করলেন সুলেমান দিয়াবাতেরা।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক আবাহনীই আজ এগিয়ে গিয়েছিল। ১৩ মিনিটে ব্রুনো রোকার গোল আবাহনীকে স্বপ্ন দেখাচ্ছিল রানার্স আপ হওয়ার।
মোহামেডান চলতি মৌসুমে বহু ম্যাচ শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচ বের করে এনেছে। আনল আজও। সাদা কালোদের প্রত্যাবর্তনের গল্পটা আজ লিখলেন আরিফ হোসেন। ২৯ মিনিটে তার গোলে সমতা ফেরায় চলতি মৌসুমের স্বাধীনতা ও ফেড কাপ রানার্স আপরা। প্রথমার্ধটা শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে। তবে ফল মিলছিল না। মনে হচ্ছিল ড্রতেই লেখা আছে ম্যাচটার নিয়তি। ড্র হলেও অবশ্য মোহামেডানের ক্ষতি হতো না খুব একটা। গোল ব্যবধানে এগিয়ে রানার্স আপ হতো তারাই।
তবু ডার্বি জয়ের তৃপ্তিটা মোহামেডান কেন হাতছাড়া করবে? শেষ মুহূর্তে আরিফ হোসেনই নিশ্চিত করলেন বিষয়টা। দারুণ এক গোলে আবাহনীর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন তিনি। আর তাতেই ২-১ গোলের জয় নিশ্চিত হয় মোহামেডানের।
এই জয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল দলটা। শীর্ষে থাকা বসুন্ধরা সমান পয়েন্ট থেকে পেয়েছে ৪৫ পয়েন্ট। ওদিকে আবাহনী তিনে থেকে মৌসুমটা শেষ করল। তাদের ঝুলিতে জমা পড়েছে ৩২ পয়েন্ট।