গোল দিয়ে লিগ শেষ রাকিব-মোরসালিনের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ ছিল শেষ রাউন্ড। এই রাউন্ডে বসুন্ধরা কিংসের হয়ে আলো কেড়েছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। দুজনেই করেছেন গোল। তাদের গোলেই বসুন্ধরা কিংস পিছিয়ে পড়েও শেষমেশ ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।
নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ স্বাগতিকরা পিছিয়েই পড়েছিল। শেখ রাসেল ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল বালবানোভিচের গোলে। বিরতিতেও ওই ১-০ গোলে পিছিয়ে থাকতে হয়েছে বসুন্ধরাকে।
তবে দলটা জেগে উঠেছে বিরতির পর। মিগেল দামাসেনো সমতায় ফেরান দলটাকে। পরের মঞ্চটা বুঝে নেন রাকিব আর মোরসালিন। ৭৬ মিনিটে দলকে এগিয়ে দেন রাকিব। পরমুহূর্তে গোল করে বসুন্ধরা দুই গোলের লিড এনে দেন মোরসালিন। তিনি এই গোল করেছেন বক্সের বাইরে থেকে। সতীর্থের পাসটা তিনি রিসিভ করেন শেখ রাসেল বিপদসীমার সামনে। সেখান থেকেই তিনি ডান পায়ে জোরালো এক শট নেন। এই শট শেখ রাসেল গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি।
এবারের মৌসুমটা ভালো কাটেনি মোরসালিনের। নিষিদ্ধ ছিলেন মৌসুমের একটা বড় সময়, এরপর ফিরে এসেও একাদশে জায়গা পাচ্ছিলেন না। শেষে এসে পেয়েই সুযোগটা কাজে লাগালেন। গোল করে দিলেন ফর্মে ফেরার ইঙ্গিতও।
তবে রাকিবের মৌসুমটা বেশ ভালো কেটেছে। দলে দরিয়েলতন গোমেজ, রবসন রবিনিও, মিগেল দামাসেনোর মতো স্কোরারদের পাশে থেকেও নিজে থেকে আলো কেড়েছেন। করেছেন ৯ গোল যা বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ।
লিগের ঠিক শেষ মুহূর্তে তাদের এমন ছন্দে থাকা নিশ্চয়ই বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকেও স্বস্তি দেবে। বাংলাদেশের অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আগামী মাসেই!