কম্পানিকে কোচ করল বায়ার্ন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:১৬ পিএম | ২৯ মে, ২০২৪

গুঞ্জন সত্যি হলো। নতুন মৌসুমটা নতুন কোচ নিয়েই শুরু করবে বায়ার্ন মিউনিখ। তাদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্নলির কোচ ভিনসেন্ট কম্পানি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ৩ বছরের।

৩৮ বছর বয়সী থমাস টুখেল মৌসুম শেষেই চলে গেছেন। তার ফাঁকা জায়গাটা পূরণ করতে বায়ার্ন বেছে নিয়েছে কম্পানিকে। তাকে কোচ করে আনতে ১০.২ মিলিয়ন পাউন্ড বার্নলিকে দিতে হয়েছে জার্মান ক্লাবটিকে। 

বেলজিয়ান এই কোচ অবশ্য বায়ার্নে যাচ্ছেন খুবই বাজে এক মৌসুম কাটিয়ে। টার্ফ মুরে তার দল খুব বাজে সময় কাটিয়েছে। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেছে বার্নলি। 

তবে ম্যানচেস্টার সিটির সাবেক এই অধিনায়ক জার্মান ফুটবল সম্পর্ক কম জানেন না। বুন্ডেসলিগায় তিনি খেলেছেন হামবুর্গের হয়ে। জার্মান ভাষায় দক্ষতাও তার আছে বেশ। 

তিনি অবশ্য বায়ার্নের প্রথম পছন্দের কোচ ছিলেন না। বায়ার্ন মিউনিখ কোচ হিসেবে বেয়ার লেভারকুজেনের জাবি আলনসো, জার্মানি কোচ জুলিয়ান নাগলসমান, অস্ট্রিয়া কোচ রালফ রানিয়েককে প্রস্তাব দিয়েছিল কোচ হওয়ার। কিন্তু তাদের সবাই এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। অগত্যা তাদেরকে যেতে হয়েছে কম্পানির কাছে।

খেলার দুনিয়া | ফলো করুন :