পোল্যান্ডকে হারিয়ে শেষ চারে বাংলাদেশ
আগের দিনই সেমিফাইনালের দুয়ারে চলে গিয়েছিল বাংলাদেশ। আজ পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে তারা ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে টানা চার ম্যাচ তুলে নেয়। ফলে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে দলটা।
বাংলাদেশ আজ প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করেছে পোল্যান্ডের ওপর। ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে স্রেফ এই সংখ্যাগুলো দ্বিগুণ হয়েছে এই যা। ম্যাচটায় দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের অধিনায়ক রেইডার আরদুজ্জামান মুন্সি। ২৫ পয়েন্ট তুলে নিয়ে তিনি হন ম্যাচসেরা।
আগামীকাল শুক্রবার (৩১ মে) গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজরা। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।