চীনা তাইপের বিপক্ষে নেই মারিয়া
শুক্রবার চীনা তাইপের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। তবে তার ঠিক আগে দল পেল এক দুঃসংবাদ। চোটের কারণে দলের সৃষ্টিশীল মিডফিল্ডার মারিয়া মান্ডাকে পাচ্ছে না বাংলাদেশ।
ঘটনার শুরু গেল মঙ্গলবার। নারী ফুটবল লিগের ম্যাচে চোট পান মারিয়া। প্রীতি ম্যাচের ঠিক আগে বাংলাদেশ দলের এই মিডফিল্ডারের চোট মাঠ থেকে ছিটকে দেয় তাকে। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের মিডফিল্ডার মুনকি আকতার।
দলে অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড় অবশ্য তিনি একাই নন। আরও তিন ফুটবলারকে দলে ডেকেছেন কোচ জেমস বাটলার। তারা হলেন– গোলরক্ষক ইয়ারজান বেগম, ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, আর সুরভী আকন্দ প্রীতি।
বাটলার মারিয়ার ছিটকে যাওয়া আর মুনকির জায়গা পাওয়া নিয়ে বলেন, ‘এক জনের দুর্ভাগ্য মানে আরেকজনের সৌভাগ্য। তরুণ খেলোয়াড়দের এখনই সময় সুযোগটা কাজে লাগিয়ে দলে জায়গা পাকা করে নেওয়ার। আমি সবসময় বলি আত্মতুষ্টি একটা রোগের মতো। দলে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা আবহাওয়া চালু করতে হবে আপনাকে।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০ এ। ওদিকে চীনা তাইপের র্যাঙ্কিংয়ে অবস্থান ৪০। এই দুই ম্যাচ থেকে কী চাইছে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে কোচ জেমস বাটলার জানিয়েছেন, ‘তাদের ভালো খেলোয়াড়দের অনেক ভিডিও দেখেছি, তারা বেশ নিয়মানুবর্তী আর গোছানো ফুটবল খেলে। আমি প্রশংসনীয় একটা পারফর্ম্যান্স চাই।’
কী করলে পারফর্ম্যান্স প্রশংসনীয় হবে, তাও জানালেন তিনি। বাটলারের কথা, ‘আমার প্রথম লক্ষ্য হচ্ছে দলটাকে স্থিতিশীল করা, এখানে ধারাবাহিকতা নিয়ে আসা। ফলাফল বের করে আনার মানসিক স্পৃহাটাও দেখতে চাই আমি।’