ফিরলেন মোরসালিন, বাদ জিকো
ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দুটি সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে দলে ফেরানো হয়েছে তরুণ স্ট্রাইকার শেখ মোরসালিনকে। অন্যদিকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
মদকাণ্ডের পর বসুন্ধরার নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মৌসুমের শেষ দিকে মাঠে নেমেছিলেন জিকো। মাঝে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও ছিলেন জিকো। যদিও তাকে একাদশে সুযোগ দেয়নি কাবরেরা। এবার দল থেকেই বাদ পড়েছেন তিনি। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। এর বাইরে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটি হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। যেখানে হাভিয়ের কাবরেরার শিষ্যরা মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ জুন বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৪৫ মিনিটে। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। ম্যাচটি হবে আগামী ১১ জুন। যে ম্যাচটি হবে লেবাননের মাঠে।
অবশ্য এর আগে প্রথম লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ৭-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার নিজেদের মাঠ বলেই ভিন্ন কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাটিতে লেবাননকে ১-১ গোলে রুখে দেওয়া বাংলাদেশ এবার তাদের মাটিতেও দারুণ কিছুর স্বপ্ন দেখছে।
অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড-
গোলরক্ষক- মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন
ডিফেন্ডার- বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ ও সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার- সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি।
ফরোয়ার্ড- শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল।