উরুগুয়েকে বিদায় জানিয়ে দিলেন কাভানি
কদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে লাতিন অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। সেই মঞ্চে আরও একবার উরুগুয়ের হয়ে শিরোপা জিততে লড়বেন এডিসন কাভানি। এমনটাই হওয়ার কথা ছিল। তবে বয়স এখন আর আগের মতো সায় দেয় না কাভানির। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছিলেন ৩৭ বছর বয়সী। বসয়ের সঙ্গে কমেছে তার সেই ক্ষিপ্ততা। যা তিনি নিজেও বুঝে গেছেন। সে কারণেই কোপার আগেই উরুগুয়ের ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন আর কখনোই উরুগুয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে না তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে কাভানি লিখেছেন, ‘উরুগুয়ে দলের সঙ্গে ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনো আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।’
কাভানি আরও বলেন, ‘নিঃসন্দেহে উরুগুয়ে দলের সঙ্গে কাটানো সেই বছরগুলো অনেক মূল্যবান ছিল। আমার বলার ও মনে রাখার মতো হাজার হাজার জিনিস থাকবে। তবে ক্যারিয়ারের নতুন পর্যায়ে নিজেকে সঁপে দিতে চাই এবং যেখানে আমাকে থাকতে হবে, সেখানেই সব উজাড় করে দিতে চাই।’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি। গত বছরই বোকা জুনিয়রর্সে নাম লিখেছেন এই উরুগুয়ের তারকা। দেশের হয়ে ২০০৮ সালে অভিষেকের পর খেলেছেন ১৩৬টি ম্যাচ। লুইস সুয়ারেজের পর উরুগুয়ের দ্বিতীয় সর্বোচ্চ গোলসংগ্রাহ তিনি। উরুগুয়ের হয়ে ২০১১ কোপা আমেরিকা জয়ের কীর্তি আছে তার।