রোনালদোর আল নাসরকে হারিয়ে শিরোপা নেইমারের আল হিলালের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫৮ এএম | ০১ জুন, ২০২৪

এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেও ঘরোয়া লিগে সময়টা দারুণ পার করছে নেইমারের আল হিলাল। গত ১১ মে সৌদি প্রো লিগে মৌসুমের তিন ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা পুনরুদ্ধারের কাজটা সেরে ফেলে জোর্জে জেসুসের দল। এবার আরেক ঘরোয়া শিরোপা সৌদি কিং কাপের শিরোপাটাও ঘরে তুলল আল হিলাল। গত রাতে ফাইনালে নাটকীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল নাসরকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে মৌসুমে ‘ডাবল’ শিরোপা জয়ের উৎসবে মাতে নেইমার সতীর্থরা। 

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কিং কাপ শিরোপা জিতল আল হিলাল। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ ১১টি শিরোপাও তাদেরই। এই তালিকার শীর্ষে আল আহলি, ১৩টি শিরোপা নিয়ে। এদিকে আল নাসর কিং কাপ শিরোপা জিতেছে ছয়বার। যার সবশেষটি ছিল দুই যুগ আগে ১৯৯০ সালে। 

গত রাতের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে নেই পরিসংখ্যানটিই বলে দেয় ম্যাচে উত্তেজনার মাত্রা ছিল কেমন। দুই দল মিলিয়ে হলুদ কার্ড দেখেছে ১০টি এবং লাল কার্ড ৩টি। 

ম্যাচের সপ্তম মিনিটেই আল হিলালকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের ক্রসে দারুণ এক হেডে বল জালের ঠিকানায় পৌঁছে দেন এই সার্বিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে একের পর এক শট নিলেও ঠিক সমতায় ফেরানোর জন্য ‘পারফেক্ট শট’ পায়নি রোনালদো-মানেরা। ম্যাচের ৩৪তম মিনিটে অবশ্য ভালো একটি সুযোগ পেয়েছিল নাসর। তবে রোনালদোর নিচু এক শট ঠেকিয়ে দেন হিলালের গোলরক্ষক ইয়াসির বোনু। 

এদিক বিরতির পর রোনালদোর দারুণ এক বাইসাইকেল কিক ফিরে আসে পোস্টে লেগে। যদিও এই পর্তুগিজ মহাতারকা সেখানে ছিলেন অফ-সাইডে। পরে ৫৬তম মিনিটে নাসর পরিণত হয় ১০ জনের দলে। ফাঁকা ডি-বক্সের দিকে এগিয়ে আসা ম্যালকমকে রুখতে ডি-বক্সের বাইরে এসে হাত দিয়ে প্রতিরোধ সৃষ্টি করেন নাসরের গোলরক্ষক ডেভিড অসপিনা। এতেই সরাসরি লাল কার্ড দেখেন তিনি। পরে সাদিও মানেকে তুলে বদলি গোলরক্ষক হিসেবে ওয়ালিদ আবদুল্লাহকে নামান লুইস কাস্ত্রো। 

ম্যাচের মূল সময়ের যখন বাকি আর চার মিনিট তখনই শুরু হয় নাটকের। ১০ সেকেন্ডের মধ্যে জোড়া হলুদ কার্ড দেখে ৮৭তম মিনিটে মাঠ ছাড়েন আল হিলালের ডিফেন্ডার আদি আলবুলাইহি। এর মিনিট দুয়েক পর আগের আসরের চ্যাম্পিয়নরা এবার পরিণত হয় ৯ জনের দলের। ম্যাচের শেষ মিনিটে লাল কার্ড দেখেন আরেক ডিফেন্ডার কালিদু কুলিবালি। এর মাঝে আবার ৮৮তম মিনিটে সমতাসূচক গোলটি করে বসেন আয়মান ইয়াহিয়া। ম্যাচের একদম শেষ দিকে এসে ১-১ সমতা দাঁড়ালে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১০ জনের রোনালদোরা রক্ষণ ভাঙতে পারেনি ৯ জনের আল হিলালের এবং টাইব্রেকারে যেয়ে ৫-৪ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় নেইমারের দল। 

ম্যাচের ১২০ মিনিটে অবশ্য একাধিকবার গোলের চেষ্টা করেছেন রোনালদো। তবে ভাগ্য যেন এদিন সহায় হয়নি। সেটির দুঃখ থেকেই কিনা ম্যাচ শেষে অঝোরে কাঁদলেন তিনি। অন্যদিকে মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে আল হিলালের ‘ডাবল’ শিরোপা উৎসবে যোগ দেন নেইমার। 

খেলার দুনিয়া | ফলো করুন :