ফাইনালে রিয়ালের গোলপোস্টে কোর্তোয়াই
রিয়াল মাদ্রিদকে মধুর সমস্যায় পড়া থেকে রক্ষা করল প্রকৃতি। দলের সেমিফাইনালের নায়ক ছিলেন আন্দ্রেই লুনিন, আর ওদিকে থিবো কোর্তোয়া দলের মূল গোলরক্ষক, আগের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক।
কোর্তোয়া চোটের কারণে অনুপস্থিত ছিলেন অনেক দিন, মাঝের সময়টায় লুনিন আলো কেড়ে নিয়েছিলেন। ফাইনালে দুজনই যদি সুস্থ থাকতেন, তাহলে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি খানিকটা বিপাকেই পড়ে যেতেন।
সেটা হতে হতেও হচ্ছে না, কারণ জ্বরের কারণে লুনিন দলের সঙ্গে অনুশীলনই করতে পারেননি। ফলে কোর্তোয়াই ফাইনালে হবেন দলের গোলরক্ষক, জানিয়েছেন অ্যানচেলত্তি।
তিনি বলেন, ‘লুনিন ফ্লুতে আক্রান্ত। যে কারণে সে অনুশীলন করতে পারেনি। সে দলের সঙ্গে যাবে ঠিক, তবে বেঞ্চে থাকবে। কোর্তোয়া এ ম্যাচে খেলবে।’
নিজেকে কিছুটা দুর্ভাগাই ভাবতে পারেন লুনিন। ক্যারিয়ারের সেরা পারফর্ম্যান্সগুলো তিনি দিচ্ছিলেন চ্যাম্পিয়ন্স লিগে। বিশেষ করে ম্যানচেস্টার সিটি আর বায়ার্ন মিউনিখের বিপক্ষে দল যে জিতেছে, তাতে তার অবদান ছিল অনেক। সেই তিনিই কি-না ফাইনালে থাকছেন না!