মাঠে ইসরায়েলকে ‘লাল কার্ড’ দেখালেন প্রতিবাদকারী
ক্রীড়া জগতে ম্যাচ চলাকালে এখন ইসরায়েলের সামরিক অভিযানে বিপক্ষে ফিলিস্তিনকে সমর্থনকে করে নানা ভাবে প্রতিবাদ করতে দেখা যায় হরহামেশাই। ফুটবল মাঠে এই চিত্র সবচেয়ে বেশি। এমনই এক ঘটনা ঘটেছে মেয়েদের ২০২৫ ইউরো বাছাইপর্বের এক ম্যাচে। গত রাতে সগোর হ্যাম্পডেন পার্কে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইসরায়েল। সেখানে ম্যাচ শুরুর আগে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে নিজেকে গোলপোস্টের সঙ্গে তালাবদ্ধ করে রাখেন এক দর্শক।
ম্যাচের শুরুর দিকে এমন ঘটনার সূত্র ধরেই ম্যাচ শুরু হতে কিছুটা দেরী হয়। শেষ পর্যন্ত সেই ম্যাচে ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারায় স্কটল্যান্ড।
ব্রিটিশভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের সূত্রমতে, ম্যাচটি শুরুর আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ৪০০ সমর্থক জমায়েত হন ফিলিস্তিনের পতাকা নিয়ে। তাদের মধ্যে এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে ঢুকে যায় মাঠে। তার গায়ে ছিল কালো টি শার্ট এবং সেখানে লেখা ছিল ‘রেড কার্ড ফর ইসরায়েক’, অর্থাৎ, ইসরায়েলকে লাল কার্ড। একপর্যায়ে তিনি নিজেকে গোলপোস্টের সঙ্গে তালাবদ্ধ করেন। এ ধরনের তালা সাধারণত সাইকেলে ব্যবহার করা হয়ে থাকে। পরে নিরাপত্তাকর্মীরা মাঠে এসে তাকে আটক করে নিয়ে যায়।’
ঘটনাটি চলার সময় দুই দলের খেলোয়াড়রা মাঠে শেষ সময়ের প্রস্তুতি সারছিলেন। পরের অবস্থা বিবেচনায় তাদের ড্রেসিংরুমে ফেরত পাঠানো হয়। এবং নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পেরোনোর পর শুরু হয় ম্যাচটি।