এমন বিদায়ের স্বপ্নটাই দেখেছিলেন ক্রুস 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৫২ এএম | ০২ জুন, ২০২৪

বিদায়ী ম্যাচে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। এমন বিদায় ক’জনের কপালেই বা জোটে। বলছিলাম টনি ক্রুসের কথা। গত ২১ মে জানিয়েছিলেন চলতি মৌসুম শেষেই রিয়ালকে বিদায় বলবেন তিনি এবং আসছে ইউরো শেষে ছাড়বেন ফুটবলটাও। এতেই গত রাতের চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা ছিল লস ব্লাঙ্কোসদের সঙ্গে ক্রুসের শেষ ম্যাচ এবং শিরোপা জয় দিয়েই রিয়ালের সঙ্গে পুরো এক দশকের যাত্রার ইতি টানলেন এই জার্মান তারকা মিডফিল্ডার। 

নিজের বিদায় বেলায় এমন সাফল্য যেন এক ‘পারফেক্ট এন্ডিং’! এমন শেষের স্বপ্নটা দেখেছিলেন ক্রুস নিজেও। যা সত্যিতে রূপ নিল ওয়েম্বলিতে। ১০ বছরে এ নিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে মোট ২৩টি শিরোপা জিতলেন ক্রুস। যার মধ্যে শেষের এই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের মুহূর্তটা যেন তিনি আলাদা করেই লালন করে রাখবেন মনে। 

ম্যাচ শেষে শেষবারের মতো ক্রুসকে ধন্যবাদ জানাল গ্যালারিতে থাকা রিয়ালের সমর্থকরা। সতীর্থরা তাকে মাথায় তুলে নাচলেন। ক্লাবের ‘স্নাইপার’ খ্যাত ৩৪ বছর বয়সী এই তারকার বিদায়টা যে এমনই হওয়ার ছিল। 

ক্রুসও প্রকাশ করলেন নিজের অনুভূতি। দুই হাত উঁচিয়ে উৎসবে মাতলেন সমর্থকদের সঙ্গেও। পরে ম্যাচে বললেন এমন শেষটাই তিনি চেয়েছিলেন সবসময়। ‘এটি নিখুঁত সমাপ্তি। আমি সবসময় এমন শেষের   স্বপ্নটাই দেখেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ 

এ নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলেন ক্রুস। যার পাঁচটি রিয়ালের হয়েই। ২০১৩ সালে ওয়েম্বলিতে বায়ার্ন মিউনিখের হয়ে বুরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জিতেছিলেন প্রথমটি। এবার বিদায়বেলায়তে সেই ওয়েম্বলি এবং প্রতিপক্ষেও সেই ডর্টমুন্ড। এতে চ্যাম্পিয়নস লিগে জয়ের শুরু ও শেষটা ক্রুসের বাঁধা থাকলো একই সূত্রে। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :