মায়ামির হয়ে ‘শেষ’ ম্যাচেও জয় পেলেন না মেসি

মায়ামির হয়ে ‘শেষ’ ম্যাচেও জয় পেলেন না মেসি

নিজেদের সবশেষ ম্যাচেও হেরেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসি গোল করার পরও। আর্জেন্টাইন তারকা আজও গোল করলেন। তবে আজও জয়টা অধরাই রয়ে গেল তার, ৩-৩ গোলে ড্র করেছে তার দল। ইন্টার মায়ামির হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ, মানে কোপা আমেরিকার আগে আরকি। ফলে কোপা আমেরিকার আগে টানা দুই ম্যাচ জয়শূন্য থেকেই দল ছেড়ে যেতে হলো তাকে।

কোপা আমেরিকার এবারের আসর বসছে যুক্তরাষ্ট্রে। যেখানে এখন আছেন মেসি। দলের সঙ্গে তিনি যোগ দেবেন আগামীকাল সোমবার। তার আগে আজই শেষ ম্যাচ ছিল মায়ামির হয়ে। সে ম্যাচে অবশ্য 

টানা দ্বিতীয় হারের দুয়ারে চলে গিয়েছিল ইন্টার মায়ামি। শেষ সময়ে পিছিয়ে ছিল ২-৩ গোলে। সে সময় জর্দি আলবা করলেন গোল। সঙ্গে সঙ্গে লাইন্সম্যান পতাকা উঁচিয়ে ধরেছিলেন। গোলটা শেষমেশ বাতিল হলে আর ম্যাচটা ড্রও করা হতো না মায়ামির।

তবে শেষমেশ ভাগ্যটা অতোটাও খারাপ হয়নি তাদের। ভিএআর দেখাল, আলবা অনসাইডেই ছিলেন। ফলে গোলটা ফেরত পায় মায়ামি, সঙ্গে একটা পয়েন্টও।

এর আগে মায়ামি তিন বার পিছিয়ে পড়েছিল ম্যাচে। প্রথমবার মেসি দলকে সমতায় ফেরান। আলবার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের একটু বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে গোল করেন তিনি। এরপর আবারও পিছিয়ে পড়া মায়ামিকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। তবে শেষ গোলটা যে হজম করল দলটা, তাতে দায় আছে এই সুয়ারেজেরই। তার আত্মঘাতী গোল দলকে নিয়ে গিয়েছিল হারের কাছে। 

শেষ মুহূর্তে আলবার ওই গোল, আর তাকে ঘিরে নাটক। ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এই ড্রয়ের পরও অবশ্য মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই আছে দলটা। তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনসিনাটি, তবে তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলেছে দলটা। 

সম্পর্কিত খবর