দল যতদিন চায় ততদিন কোচের দায়িত্বে থাকতে চান স্কালোনি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:১০ পিএম | ০৩ জুন, ২০২৪

 

গত বছরের নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের পরই বিশ্বচ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। অবশ্য চলতি বছরের শুরুতে জানা যায় কোপার এবারের ২০২৪ আসর পর্যন্ত মেসি-ডি পলদের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। তবে এবার জানা গেল নতুন কিছু। যা আর্জেন্টিনা ফুটবলের জন্য খুশির খবরই। স্কালোনি এবার জানালেন, দল যতদিন চায় ততদিন আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পালন করতে চান আলবিসেলেস্তের সাবেক এই ফুটবলার। 

মেসিদের দায়িত্বের পদের ভবিষ্যৎ নিয়ে জানুয়ারিতে স্কালোনি বলেছিলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হয়েছে, আমিও সবসময় সত্য বলেছি। তখন সত্যিই এটা ভাবার এবং কি করতে হবে তা জানার সময় ছিল। তবে এটি কোনো বিদায়েই ইঙ্গিত ছিল না; আমি শুধু চিন্তা করেছিলাম কিভাবে জাতীয় দলে চালিয়ে যাওয়া যায়। এটি তরুণদের স্থান দেওয়ারও একটি সময় ছিল। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

তখন কোপা পর্যন্তই আর্জেন্টিনার ডাগ-আউটে থাকার কথা বলেছিলেন স্কালোনি। তবে এবার জানালেন এর পরও থাকছেন দলের সঙ্গেই। এতে তাকে নিয়ে আরও একবার বিশ্ব মঞ্চে নামতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। 

আর্জেন্টিনার দায়িত্বে থেকে যাওয়া নিয়ে গতকাল গণমাধ্যমে স্কালোনি বলেন, ‘বছরটা খুব একটা ভালো ছিল না। এবার থামতে হবে বলেই মনে হয়েছিল। নিজের সব প্রাণশক্তি নিয়েই আজ আমি এখানে আছি। সত্যি বলতে, গত নভেম্বরে ব্যাপারগুলো এমন ছিল না। যতদিন এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) প্রেসিডেন্ট চাইবেন এখানে আমি থাকি, ততদিন আমি থাকছি।’

খেলার দুনিয়া | ফলো করুন :