চীনা তাইপের চোখে চোখ রেখে লড়লেন সাবিনারা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫২ পিএম | ০৩ জুন, ২০২৪

প্রথম ম্যাচে ৪-০ গোলে চীনা তাইপের কাছে হারতে হয়েছিল বাংলাদেশ। ২৫ মিনিটে তিন গোল হজমের পর বাকি সময়টায় প্রতিরোধ গড়লেও স্কোরলাইন আক্ষেপে পুড়িয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাবিন খাতুনরা। ১-০ গোলে হারের পরও স্বস্তি? এই প্রশ্ন আপনি করতেই পারেন। কিন্তু প্রতিপক্ষ যখন র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দল, তখন অন্তত লড়াইয়ের কৃতিত্বটা বাংলাদেশের মেয়েদের দিতেই হবে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটা দাপটের সঙ্গে শুরু করেছিল চীনা তাইপে। সে আধিপত্যের পুরস্কার তারা পেয়ে যায় ১৭ মিনিটে। লিনের কাটব্যাক থেকে বাঁ পায়ের প্লেসিং শটে গোল করেন সু। তবে প্রথম ম্যাচের মতো এবার আর একের পর এক গোলে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি তারা।

বরং গোল হজমের পর থেকেই ফ্রন্টফুটে এসে খেলার চেষ্টা করেন মুনকি-মনিকারা। তাইপের খেলোয়াড়দের প্রেস করে, বুদ্ধিদীপ্ত ফুটবলে গোলের সুযোগ তৈরি। ২৭ ও ২৯ মিনিটে যথাক্রমে স্বপ্না এবং মুনকির শট গোলবারের একটু উপর দিয়ে চলে যায়।

ম্যাচের বাকি সময়েও অনেক সুযোগ পেয়েছে বাংলাদেশ। রক্ষণ দৃঢ় রেখে বহুবার আক্রমণে উঠেছেন শামসুন্নাহাররা। কিন্তু পরম আরাধ্য গোলের আর দেখা পাননি তারা। তাই চোখে চোখ রেখে লড়াই করার পরও ১-০ গোলের হার হজম করতে হয়েছে তাদের।

বাংলাদেশ নারী দলের খণ্ডকালীন হেড কোচ পিটার বাটলার অবশ্য ম্যাচের আগেই বড় চমক দিয়েছিলে। অধিনায়ক এবং তর্কসাপেক্ষে দেশের নারী ফুটবলের সেরা তারকা সাবিনা খাতুনকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা।

খেলার দুনিয়া | ফলো করুন :