৫ বছরের চুক্তিতে রিয়ালে এমবাপে

৫ বছরের চুক্তিতে রিয়ালে এমবাপে

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নটা অনেক দিন ধরেই দেখছিলেন এমবাপে। সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে ফরাসি তারকার। আনুষ্ঠানিকভাবে এমবাপেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে চুক্তিতে জড়িয়েছে আগামী ৫ মৌসুমের জন্য।

ফ্রি ট্রান্সফারে আগামী পাঁচ বছরের চুক্তিতে এমবাপেকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে দলটি। রিয়াল বলেছে, ‘আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।’ এখন ফ্রান্সের হয়ে ইউরোর শেষ করেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে। আর এতে যে তার স্বপ্ন পূরণ হয়েছে সেটিও জানান এমবাপে।

রিয়ালে নাম লেখিয়ে নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন এমবাপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে, আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত। আসলে কেউ বুঝতে পারবে না যে আমি এখন কতটা রোমাঞ্চিত। আপনাদের দেখার জন্য অপেক্ষা করতে পারছি না, মাদ্রিদিস্তাস। আপনাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ।’

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখে আসরের সেরা উদীয়মান ফুটবলার হন এমবাপে। ১৮ বছরের এই তরুণে মুগ্ধ হয়ে মনোকো থেকে এমবাপেকে নিজেদের করে নেয় পিএসজি। খরচ করে ১৮ কোটি ইউরো। এমবাপেও পিএসজিকে উজাড় করে দিয়েছেন এরপর। পিএসজিকে ৬ বার লিগ আঁ শিরোপা জেতাতে নেতৃত্ব দিয়েছেন এমবাপে। একাধিকবার হয়েছেন ফ্রান্সের সেরা ফুটবলার। ক্লাবের সেরা গোলদাতা।

সম্পর্কিত খবর