পিএসজির কিছু মানুষ আমার সুখ কেড়ে নিয়েছিল : এমবাপে

পিএসজির কিছু মানুষ আমার সুখ কেড়ে নিয়েছিল : এমবাপে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে থেকেই পিএসজির ওপর তার ক্ষোভটা একটু একটু করে প্রকাশ পাচ্ছিল। এরপর রিয়ালে যোগ দিয়ে সে ক্ষোভটা আর লুকালেন না কিলিয়ান এমবাপে। সাফ জানিয়ে দিলেন, পিএসজির কিছু মানুষ তার সুখ কেড়ে নিয়েছিল। 

২৫ বছর বয়সী এমবাপে রিয়ালে যোগ দিয়ে ফেলেছেন ইতোমধ্যেই। আগামী মৌসুম থেকে রিয়ালের সাদা জার্সি পরেই ইউরোপ মাতাবেন তিনি।

তবে তার আগে ৭ মৌসুম পিএসজির হয়ে খেলেছেন। শেষ মুহূর্তে অবশ্য ক্লাবটার সঙ্গে সম্পর্কটা ভালো রাখা সম্ভব হয়নি তার পক্ষে। গেল গ্রীষ্মে মৌসুম শুরুর আগে জাপান ও কোরিয়া সফর করছিল পিএসজি। সেখানেই তিনি ক্লাবকে জানিয়েছিলেন এক মৌসুম থেকেই পিএসজি ছাড়বেন তিনি। এরপরই ক্লাবের আসল রূপ দেখেন এমবাপে। তাকে মাঠে নামা থেকে নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়েছিল, জানান ফরাসি এই তারকা।  

তিনি বলেন, ’আমার সঙ্গে হিংস্রভাবে কথা বলা হয়েছিল। পিএসজিতে আমি অসুখী ছিলাম না। এটা বললে যে হাতটা আমাকে খাওয়ায়, তাতে কামড়ে দেওয়ার মতো, যারা আমার সাফাই গেয়েছে, তাদের মুখে থুতু দেওয়ার মতো বিষয় হবে। কিন্তু সেখানে এমন কিছু বিষয় আর কিছু মানুষ আমাকে অসুখী করে তুলেছিল।’ 

সেই পরিস্থিতিতে এমবাপের পাশে এসে দাঁড়ান পিএসজি কোচ। এমবাপে বলেন, ‘যেসব মানুষ আমাকে রক্ষা করেছে, তারা হলেন লুইস এনরিকে আর লুইস ক্যাম্পোস। তাদের পাশে না পেলে আমি হয়তো আর মাঠেও নামতে পারতাম না।’

 

সম্পর্কিত খবর