নাপোলির নতুন কোচ কন্তে
একের পর এক কোচ বদলকে রীতিমত অভ্যাসে বানিয়ে ফেলেছিল ইতালিয়ান সিরি আ’র ক্লাব নাপোলি। গত একবছরে মোট চারবার কোচ বদল করেছে তারা। এবার নেপলসদের ডাগআউটে আসছেন সাবেক চেলসি ও টটেনহামের কোচ আন্তোনি কন্তে। এই ইতালিয়ান কোচের সঙ্গে নাপোলির চুক্তি তিন বছরের।
সিরি আ’তে গত মৌসুমে ৩৩ বছর নাপোলিকে লিগ শিরোপা নেনে দেন লুসিয়ানো স্পালেত্তি। তবে মৌসুম শেষেই দল ছাড়েন তিনি। এরপর চলতি মৌসুমে স্পালেত্তির স্থলাভিষিক্ত হন রুডি গার্সিয়া। সাড়ে চার মাস তাকেও বদলি করে নাপোলি। এরপর আসেন ওয়াল্টার মাজ্জারি। তিনি টিকলেন আরও কম, তিন মাস। সেখান থেকে মৌসুমে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন ফ্রান্সিসকো কালজোনা। লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমে এমন দুবার কোচ বদলের নজির কেবল দেখাল নাপোলিই। দলের অবস্থাও তেমনই টালমাটাল। আগের মৌসুমে শিরোপা জিতে এবার লিগ শেষ করে দশম অবস্থানে থেকে।
তবে অবশেষে এক বছরের মধ্যে নাপোলির পঞ্চম কোচ হিসেবে স্থায়ীভাবে এলেন কন্তে। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘বৈশ্বিকভাবে নাপোলি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই ক্লাবের নীল ডাগআউটে বসার সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত ও রোমাঞ্চিত।’
দুই পক্ষের সমঝোতায় গত বছরের মার্চে ১৬ মাস দায়িত্ব পালনের পর টটেনহাম ছাড়েন কন্তে। নর্থ লন্ডনের দলটিতে খারাপ সময় পার করলেও কন্তের ম্যানেজারিয়াল ক্যারিয়ারটা সাফল্যে সাজানো। চেলসির দায়িত্বে এসে প্রথম মৌসুমেই ২০১৬-১৭ তে দলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতান তিনি। পরের মৌসুমে বরখাস্তের আগে ব্লুজদের জিতিয়েছিলেন এফএ কাপ শিরোপাও। এর আগে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জুভেন্টাসকে টানা তিনটি লিগ শিরোপা জিতিয়েছিলেন কন্তে।