বিদায়ী ম্যাচে মদ্রিচের শুভেচ্ছা পেলেন সুনীল ছেত্রী

বিদায়ী ম্যাচে মদ্রিচের শুভেচ্ছা পেলেন সুনীল ছেত্রী

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আজ ভারতীয় ফুটবলের একটা যুগের ইতি ঘটতে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলস্কোরার সুনীল ছেত্রী। তার আগে তিনি শুভেচ্ছাবার্তা পেলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের কাছ থেকে।

সোশ্যাল মিডিয়ায় ভারতের কোচ ইগর স্তিমাচ একটি ভিডিও দিয়েছেন। সেখানেই সুনীলকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন মদ্রিচ। তিনি বলেন, ‘সুনীল, জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা। তুমি ফুটবলের একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের কিছু বলতে চাই। আশা করছি তোমরা সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারবে। তার জন্য জিততে হবে। অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে এসো। ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা।’

ভারতের কোচ স্তিমাচ নিজেও ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলেছেন। সেখানের কোচও তিনি ছিলেন। সে সুবাদে মদ্রিচদের সঙ্গে সুসম্পর্ক আছে তার। সে ভিডিওটা তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ লুকা। আমাদের দেশ ও অধিনায়ককে গর্বিত করার জন্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করব আমরা।’

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েতের বিপক্ষে খেলবে ভারত। সে ম্যাচ দিয়েই নিজের ক্যারিয়ারের ইতি টানছেন আন্তর্জাতিক ফুটবলে ৯৪ গোলের মালিক ছেত্রী। 

সম্পর্কিত খবর