আরও এক বছর রিয়ালে থাকছেন মদ্রিচ
রিয়াল মাদ্রিদে পুরো এক যুগ ধরে মাঝ মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন লুকা মদ্রিচ। সময় গড়িয়ে পরিণত হয়েছেন লস ব্লাঙ্কোসদের মধ্য মাঠের অন্যতম ভরসার। টনি ক্রুসের সঙ্গে তার জুটিতে অন্যতম শক্তিশালী মিডফিল্ড জুটি মেনেছেন অনেকেই। তবে সেই জুটি ভাঙল চলতি মৌসুম শেষে। ক্রুস শুধু রিয়ালই ছাড়লেন না আসছে ইউরো শেষে ছাড়বেন ফুটবলটাও। তবে আরও এক বছর মদ্রিচ থাকছেন রিয়ালে। মৌসুমে ট্রেবলজয়ী ক্লাবটির সঙ্গে চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ালেন এই ক্রোয়েট তারকা।
দলবদলের আলোচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে রিয়ালের সঙ্গে মদ্রিচের চুক্তি বৃদ্ধি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন।
রিয়ালে মদ্রিচের ক্যারিয়ারটা একদম সাফল্য সাজানো। রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩৪ ম্যাচে ৩৯টি গোল ছাড়াও ৮৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।
রিয়ালের হয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন মদ্রিচ। এর মধ্যে আছে ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, চারটি লা লিগা শিরোপা, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা, চারটি ক্লাব বিশ্বকাপ শিরোপা, দুটি স্প্যানিশ কাপ এবং চারটি উয়েফা সুপার কাপ শিরোপা।