অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল হজম না করার মিশন বাংলাদেশের
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজম করতে হয়েছিল বাংলাদেশকে। সেই ভুল শুধরে আজ বিকেল পৌনে ৫ টায় সকারুজদের বিপক্ষে কিংস অ্যারেনায় মাঠে নামছে হাভিয়ের কাবরেরার দল।
শক্তিমত্তার বিচারে অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে ঠিক কতটা এগিয়ে তা গত ম্যাচেই টের পেয়েছে বাংলাদেশ। তাছাড়া ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থানও তারই জানান দিচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান যেখানে ২৪ সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে। তাছাড়া ২০০৬ সাল থেকে নিয়মিত ফুটবল বিশ্বকাপ খেলছে সকারুজরা। এমন দলের বিপক্ষে তাই গোল হজম না করাটাই হবে দলের অন্যতম বড় সাফল্য।
সেই সাফল্য পেতে বাংলাদেশ দলও আশাবাদী। ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, ‘এটাই আমাদের শেষ হোম ম্যাচ। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল, আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিছু একটা করতে চাই।’
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই ম্যাচে লেবাননকে রুখে দিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের অর্জন এটুকুই। তাই সেই ম্যাচ থেকেই নিজেদের অনুপ্রাণিত করছে কাবরেরা। ম্যাচের আগের দিন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে করা ভুল শুধরে ভালো ফুটবল খেলাটাই তাদের লক্ষ্য।
কাবরেরা বলেন, ‘আমরা ইতিবাচক ভালো কিছু করার ব্যাপারে। মেলবোর্নের (অ্যাওয়ে) ম্যাচের তুলনা করলে কাল আমরা উন্নতি করতে চাই। এবার আগেই আমরা এবার গোল হজম করতে চাই না, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কঠিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখাতে চাই। ম্যাচটা কঠিন করতে চাই অস্ট্রেলিয়ার জন্য।’