নিজেদের ভুলে প্রথমার্ধে এক গোল হজম বাংলাদেশের
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজম করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় লেগের ম্যাচটি এবার যখন বাংলাদেশের মাটিতে সেখানেও ফেভারিট সেই অস্ত্রেলিয়াই। তবে ম্যাচের শুরুর থেকেই সফরকারীদের আক্রমণভাগক কঠিন চ্যালেঞ্জ জানিয়েই এগোচ্ছিল রাকিব-মোরসালিনরা। তবে রক্ষণভাগে নিজেদের ভুলে একটি গোল হজম করে বসে বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে হাভিয়ের কাভরেরার দল।
কিংস অ্যারেনায় এদিন শুরুর একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামার ভূঁইয়ার। তার বদলে অধিনায়কের আর্ম ব্যান্ড পরেছেন তপু বর্মণ।
বল দখলে বেশ পিছিয়ে থাকলেও শুরু থেকেই নিজেদের রক্ষণ সামলে রেখে এগোতে থাকেন তারিক-তপুরা। তবে ম্যাচের ২৯তম মিনিটে বড় ভুল করেন বসেন আরেক ডিফেন্ডার মেহেদী মিঠু। অস্ট্রেলিয়া ফরোয়ার্ড নেস্তোরি ইরানকুন্ডার বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জালের উদ্দেশ্যে শট নেন আদিন হ্রুসস্টিক। বল বরাবরই ছিলেন গোলরক্ষক মিতুল মারমা। তবে মেহেদীর পায়ে লেগে বল দিক পাল্টে সোজা জড়ায় জালে।
সেখান থেকে প্রথমার্ধের শেষ পর্যন্ত অবশ্য আর কোনো বিপদ হতে দেয়নি স্বাগতিকরা। প্রথমার্ধে ৬৯ শতাংশ বলই ছিল অস্ট্রেলিয়ার দখলে। সেখানে নেওয়া আটটি শটের দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে লক্ষ্যে কোনো শটই নিতে পারেননি রাকিবরা।