৭ গোলের পর এবার ২ গোল হজম বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের মাটিতে ৭ গোল হজম করেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাটিতে আরও ২ গোল হজম করেছে বাংলাদেশ। অবশ্য প্রথম ম্যাচের তুলনায় সেই দিক দিয়ে চিন্তা করলে দ্বিতীয় ম্যাচে বেশ উন্নতিই করেছে বাংলাদেশ।
এদিন ম্যাচের প্রথম গোলটি অবশ্য নিজেদের ভুলেই হজম করতে হয়েছিল হাভিয়ের কাবরেরার দলকে। ম্যাচের ২৯তম মিনিটে বড় ভুল করেন বসেন আরেক ডিফেন্ডার মেহেদী মিঠু। অস্ট্রেলিয়া ফরোয়ার্ড নেস্তোরি ইরানকুন্ডার বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে জালের উদ্দেশ্যে শট নেন আদিন হ্রুসস্টিক। বল বরাবরই ছিলেন গোলরক্ষক মিতুল মারমা। তবে মেহেদীর পায়ে লেগে বল দিক পাল্টে সোজা জড়ায় জালে।
অবশ্য এরপরও প্রথমার্ধটা জামাল ভূঁইয়াকে ছাড়াই দারুণ কাটিয়েছিল বাংলাদেশ। এই গোল হজম করা ছাড়া খুব বেশি ভুল কেরনি খুব একটা। তাই ভাবা হচ্ছিল দ্বিতীয়ার্ধে হয়তো গোল হজম করা থেকে বেঁচে কাউন্টার অ্যাটাকে গিয়ে বাজিমাত করবে মোরসালিন-রাকিবরা। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি।
এদিন দ্বিতীয়ার্ধেও বেশ দেখেশুনে সর্তকভাবেই খেলছিল বাংলাদেশ। তবে কতক্ষণ আর শক্তিশালী সকারুজদের আটকে রাখা যায়। শেষ পর্যন্ত বাংলাদেশও পারেনি। ম্যাচের ৬২ মিনিটে বাংলাদেশের রক্ষনের শক্ত প্রাচীর টপকে গোল করে আসেন কুসিনি ইয়েঙ্গি। ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশে।
এর আর গোলের কথা চিন্তাও করেনি বাংলাদেশ। রক্ষণভাগে প্রায় সব ফুটবলার নিয়ে এসে জমাট বাধিয়ে ফেলে। সেই পরিকল্পনা অবশ্য কাজেও দিয়েছে বেশ। ম্যাচের ৭৪ শতাংশ বল দখলে রেখে একের পর এক বাংলাদেশের রক্ষনের পরীক্ষা নিয়েছে সকারুজরা। তাতে বাংলাদেশ টের পেয়েছে ২০০৬ সাল থেকে কেন তারা প্রতিটি আসরেই বিশ্বকাপ খেলছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সাফল্য ম্যাচে আর কোনো গোল হজম করতে হয়নি তাদের।