ফলে সেরা রিয়াল, পারফরম্যান্সে সিটি: মেসি
সদ্যই রেকর্ড ১৫ তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। যার অর্ধেক চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তিও নেই অন্য কোনো ক্লাবের। এ তালিকায় রিয়াল মাদ্রিদের পরে ৭টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে অবস্থান করা এসি মিলান এখনও রিয়াল থেকে ৮টি শিরোপা পিছিয়ে আছে। কাজেই রিয়ালকে বেছে না নেওয়ার কোনো যৌক্তিকতা নেই কারো। বার্সায় খেললেও রিয়ালকে বেছে নিতে তাই দ্বিধা করেননি লিওনেল মেসিও। তবে এটা জানিয়ে রেখেছেন পারফরম্যান্সের বিচার করলে সবার ওপরেই থাকবে ম্যানচেস্টার সিটির নাম।
সবশেষ টানা চার আসরে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে তো ট্রেবলও জিতেছে দলটি। এমন ধারাবাহিক দলকে তাই সম্মান দেখাতে ভুল করেননি মেসিও। তাই ফলের বিচারে রিয়ালকে এগিয়ে রাখলেও ধারাবাহিক পারফরম্যান্সের বিচারে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার বেছে নিয়েছেন পেপ গার্দিওলার সিটিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন মেসি।
মেসিকে প্রশ্ন করা হয়েছিল সেরা ক্লাব কোনটি। এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘রিয়াল মাদ্রিদ, বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন। ফলাফলের কথা বললে, রিয়াল মাদ্রিদ সেরা। তবে আমরা যদি পারফরম্যান্সের দিক থেকে কথা বলি, পেপ গার্দিওলার নেতৃত্বাধীন ম্যানচেস্টার সিটি সেরা।’
ম্যানচেস্টার সিটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে নিজের সাবেক কোচ গার্দিওলার বন্দনা করে মেসি বলেন, ‘আমি গার্দিওলার সিটির খেলা পছন্দ করি। আমি মনে করি গার্দিওলার নেতৃত্বে যেকোনো দলই বিশেষ হবে। কারণ তার চরিত্র, তার কোচিং পদ্ধতি এবং সে তার দলগুলোকে যেভাবে খেলতে বাধ্য করে তার কারণে। খেলার ধরনের দিক থেকে আমার কাছে সিটি সেরা; ফলাফলের জন্য মাদ্রিদ।’