ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

গত সপ্তাহেই জানা গিয়েছিল টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে নেপাল। যা মাঠে গড়াবে চলতি বছরের ১৭-৩০ অক্টোবর। এবার টুর্নামেন্ট সামনে রেখে ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে গেল। যেখানে গ্রুপ এ তে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সঙ্গী ভারত ও পাকিস্তান।

গতবারও বাংলাদেশের গ্রুপে ছিল এই দুই প্রতিপক্ষ। এর বাইরে চতুর্থ দল হিসেবে ছিল মালদ্বীপ। এবার অবশ্য মালদ্বীপের জায়গা হয়েছে বি গ্রুপে। সেই গ্রুপে আরও রয়েছে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। তবে বি গ্রুপে একটি চারটি দল থাকলেও এ গ্রুপে দলের সংখ্যা তিনটি। যার ফলে গ্রুপ থেকে একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের।

বাংলাদেশ অবশ্য চাইবে গতবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার মুকুট পড়তে। কেননা, গতবার এই নেপাল থেকেই শিরোপা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। যা নিয়ে সারাদেশে তখন হয়েছে আনন্দ উৎসব। ফুটবলাররা ছাদখোলা বাসে করে ট্রফি নিয়ে ঢাকা শহরে ঘুরেছেন। সেই মধুর স্মৃতি নিয়েই এবার সাফের ময়দানে নামবে বাংলাদেশ।

মেয়েদের সাফ ছাড়াও আজ আরও দুটি টুর্নামেন্টের ড্র হয়েছে। যেখানে নেপালে অনুষ্ঠেয় ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফের 'এ’ গ্রুপে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে পড়েছে বাংলাদেশ।' বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ ও ভুটান। অন্যদিকে অনূর্ধ্ব-১৭ ছেলেদের সাফেও 'এ' গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ভারত ও মালদ্বীপ। ' বি' গ্রুপে স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।’

সম্পর্কিত খবর