রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে এনদ্রিকের গোলে জিতল ব্রাজিল 

রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে এনদ্রিকের গোলে জিতল ব্রাজিল 

ম্যাচের এক ঘণ্টার মধ্যে জোড়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে যোগ করা সময়ে এসে ম্যাচ সমতায় নিয়ে আসে প্রতিপক্ষ মেক্সিকো। এতে ম্যাচে ২-২ ব্যবধানে ড্রয়েই ম্যাচ যাচ্ছিল শেষের পথে। তবে নাটকের আরেক পর্বে যে তখনও বাকি। যোগ করা সময়ও তখন শেষের পথে। সেখানে ভিনিসয়ুস জুনিয়রের দারুণ এক ক্রসে তরুণ এনদ্রিকের হেড খুঁজে নেয় জাল। আর এতেই শেষ মুহূর্তের রোমাঞ্চে ৩-২ ব্যবধানে প্রীতি ম্যাচটি জিতে নেয় সেলেসাওরা। 

কোপার আসন্ন আসরে আগে শেষ সময়ের প্রস্তুতি সারতে দুটি প্রীতি ম্যাচের সূচি রাখে ব্রাজিল। সেখান প্রথমটিতে মেক্সিকোর বিপক্ষে জমজমাট এই ম্যাচটি জিতে নিল দরিভাল জুনিয়রের দল। দ্বিতীয় ম্যাচটি তারা খেলবে কোপার এবারের স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী ১৩ জুন বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে সেই ম্যাচটি। 

টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। সাভিওর পাস ধরের ম্যাচ পঞ্চম মিনিটেই বল জালে জড়ান আন্দ্রেস পেরেইরা। প্রথমার্ধে গোলের লক্ষ্যে আর কোনো শট নিতে পারেনি ব্রাজিল। এদিন শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনিয়ারা। তবে তাদের ছাড়াই পেরেইরার সেই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে ৫৪তম মিনিটে এবার ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়াল মার্তিনেল্লি। দুই গোলে পিছিয়ে পড়া মেক্সিকো এবার সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ফলটাও পেয়ে যায় দ্রুতই। ৭৩তম মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। ঠিক এরপরই ভিনিসিয়ুসকে মাঠে নামান দরিভাল। 

আক্রমণে আরও মনোযোগ দেওয়া ব্রাজিলকে তখন রক্ষণে আবারো ধাক্কা দেয় উত্তর আমেরিকার দলটি। যোগ করা সময়ে ৯০+২ মিনিটে সেলেসাওদের স্তব্ধ করে ম্যাচে সমতায় ফেরায় মেক্সিকো। তবে তাদের গোলের উৎসব বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রাজিল। ৯০+৬ মিনিটে ভিনিসিয়ুস ও এনদ্রিকের সম্মিলিত প্রচেষ্টায় জয়টা নিশ্চিত করে মাঠ ছাড়ে কোপার ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা। 

 

সম্পর্কিত খবর