ইউরোতে অভিজ্ঞ ও ‘বুড়ো’ রোনালদোতেই ভরসা পর্তুগাল কোচের 

ইউরোতে অভিজ্ঞ ও ‘বুড়ো’ রোনালদোতেই ভরসা পর্তুগাল কোচের 

বয়স সাড়ে উনচল্লিশ। এই বয়সে অনেকেই শুরু করেন কোচিং ক্যারিয়ার। অন্তত বুটজোড়া তুলে রাখনে গুটি কয়েক ছাড়া প্রায় সব ফুটবলারই। তবে এই বয়সে এসে চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জে উতরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে এশিয়ায় এসেছে। মরুর বুকে ফুটবলের ফুল ফুটিয়েছেন৷ ইউরোপের ফুটবলের রমরমা ব্যবসার চাইতেও এখানে এখন টাকার খেলা বেশি। রোনালদো যেটার পথপ্রদর্শক। পারফর্রম্যান্সের ধারও কমেনি একটুও। 

তবে একই সময়ে এই বয়সে পর্তুগালের হয়েও পারফর্ম করছেন সমানতালে। এখনও দলের সেরা খেলোয়াড়। দ্বিতীয় ইউরো ঘরে তুলতে রোনালদোকেই যে কিছু নেতৃত্ব দিতে হবে সামনে থেকেই। সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেজ। 

রোনালদোকে নিয়ে তাই মার্তিনেজ বলেন, ‘ক্লাবের হয়ে খুব ধারাবাহিক পারফর্ম্যান্স করেছে ক্রিশ্চিয়ানো। কোনো সন্দেহ নেই সে দুর্দান্ত স্কোরার। ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে সে। পাঁচটি ইউরো খেলা একমাত্র ফুটবলার সে। তো আমরা আন্তর্জাতিক ফুটবলের অনন্য একটি অর্জনের ব্যাপারে কথা বলছি এবং তার অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ 

ড্রেসিংরুমে ক্রিশ্চিয়ানো থাকা মানেই দলের জন্য বাড়তি অনুপ্রেরণা। যেটা দলের জন্য সবসময়ই প্লাস পয়েন্ট। এছাড়া মাঠের খেলাতেও ভরসা রাখছেন রোনালদোর পায়ে। ‘দলকে সাহায্য করার জন্যই প্রস্তুতি নিয়েছে ক্রিশ্চিয়ানো। তার পক্ষে যা সম্ভব দেবে। ক্রিস্তিয়ানো ড্রেসিং রুমে যে ব্যাপারটি যোগ করে, বিশ্বের আর কোনো ফুটবলারই তা পারবে না।’ 

এর আগে ২০১৬তে পর্তুগালকে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন রোনালদো৷ সব মিলিয়ে তাদের এনে দিয়েছেন দুটি আন্তর্জাতিক শিরোপা।

 

সম্পর্কিত খবর