কানাডার সঙ্গে গোলশূন্য ড্র করল ‘শক্তিশালী’ ফ্রান্স
দরজায় কড়া নাড়ছে উয়েফা ইউরো ২০২৪ এর আসর। শেষবারের মতো প্রস্তুতি হিসেবে রবিবার রাতে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। দলীয় শক্তিসামর্থ্য ও তারকা খেলোয়াড় বিবেচনায় কানাডার থেকে ঢের এগিয়ে আছে ফ্রান্স। কিন্তু পূর্ণশক্তির দল নিয়েও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা, গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দু’দল।
চোটের শঙ্কা থাকায় এদিন একাদশে কিলিয়ান এমবাপেকে না রেখেই দল সাজিয়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তবে দলে ছিলেন জিরু, গ্রিজমান, দেম্বেলে, থুরাম, কামাভিঙ্গা, কান্তের মতো অভিজ্ঞ ও ভাল মানের খেলোয়াড়রা।
ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ফ্রান্সকে বেশ সংগ্রাম করতে দেখা যায়। বেশ কয়েকবার আক্রমণের সুযোগ তৈরি করলেও আক্রমনগুলো ছিল বেশ ছন্নছাড়া। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।
ফ্রান্স এ ম্যাচে বলের দখল রেখেছে ৫১ শতাংশ। যেখানে ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল। অপরদিকে কানাডা ৪৯ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।
ম্যাচের শেষভাগে দলের হয়ে গোলের খোঁজে দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। কিন্তু তিনিও এদিন কোনো প্রভাব সৃষ্টি করতে পারেননি। ফলে হতাশাজনক ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।