চোটে ইউরো থেকে ছিটকে গেলেন ডি ইয়ং 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৫৫ এএম | ১১ জুন, ২০২৪

অ্যাঙ্কেলের চোট সবশেষ ২০২৩/২৪ মৌসুমে প্রায় অর্ধেকটা জুড়েই ভুগিয়েছে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে। কাতালানদের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। তার চোটটা ছিল গুরুতরই। তবে ইউরোর আগেই সেটি সেরে ওঠার আশার ছিল ডাচরা। এতে তাকে রেখেই মূল স্কোয়াড ঘোষণা করেছিলেন নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যান। তবে শেষ পর্যন্ত চোটের কাছে হার মানলেন ডি ইয়ং এবং আসছে ইউরো তাকে আর দলে পাচ্ছে না ডাচরা। 

গতকাল ইউরোর আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল ডাচরা। সেখানে ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিতভাবেই হতাশা ডেকে এনেছে দলে। 

গতকাল দলের ডি ইয়ংয়ের চোট নিয়ে চিকিৎসকরা জানান, ম্যাচ খেলার পর্যায়ে যেতে হলে তাকে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে। সেই তথ্য ধরেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডি ইয়ংয়ের বিষয়টি জানান কোম্যান। 

সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেন, ‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনো ওই কাজগুলো করতে পারে না, যেগুলো মাঠে তার করতে পারা উচিত। প্রতিবারের অনুশীলনের পরই তার অ্যাঙ্কেলের সমস্যা জাগে এতে এমনটাই জানা গেছে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না।’ 

এর আগে এক সপ্তাহ একা অনুশীলনের পর গত রোববার প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনের চেষ্টা করেন ডি ইয়ং। তবে ওই অ্যাঙ্কেলের সমস্যায় চাউর হলে তা আর চালিয়ে যেতে পারেননি তিনি। এবার শেষ পর্যন্ত ছিটকে গেলেন ইউরোর আসর থেকেই। 

ইউরোর মূলপর্বে ডাচদের প্রথম ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে, আগামী ১৬ জুন। গ্রুপ ‘ডি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও শক্তিশালী ফ্রান্স। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :