শেষটা পয়েন্ট তুলে রাঙাতে চায় বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের সেরাটা নিঙরে দিতে চায় বাংলাদেশ। অর্জন করতে চায় পূর্ণ তিন পয়েন্ট। কোনোভাবে সেটা মিস করলেও অন্তত পয়েন্টে ভাগ বসাতে চায় বাংলাদেশ। ম্যাচে নামার আগে এমন কথায় জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
গ্রুপ আইতে বাংলাদেশের অবস্থান তলানিতে। সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল কাবরেরার শিষ্যরা। আর তাতে ৫ ম্যাচ শেষে মোটে ১ পয়েন্ট বাংলাদেশের। যেই পয়েন্টটি এসেছে এই লেবাননের বিপক্ষেই। প্রথম লেগে বাংলাদেশের মাটিতে ১-১ গোলে লেবাননকে রুখে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচ থেকেই তাই অনুপ্রেরণা নিয়ে লেবাননকে হারানোর স্বপ্ন বুনছে কাবরেরা।
ম্যাচটি জিততে কতটা মরিয়া বাংলাদেশ; সে কথা জানিয়ে কাবরেরা বলেন, ‘আমরা জানি, যদি আমরা পয়েন্ট পাই, তাহলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারব এবং এটা আগামী প্রতিযোগিতাগুলোতে ইতিবাচক প্রভাব রাখবে। র্যাঙ্কিংয়ে প্রভাব রাখলে সেটা পরের এশিয়া কাপ বাছাইয়ের ড্রতেও কাজে দেবে।’
আর সে কারণেই যেকোনো মূল্যে লেবাননকে হারিয়ে শেষটা রাঙাতে চান কাবরেরা। তিন পয়েন্টেই লক্ষ্য তার। তবে সেটা অর্জিত না হলেও অন্তত একটা পয়েন্ট চান তিনি। কাবরেরা বলেন, ‘আমরা ভালো ফল নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাই; তিন পয়েন্টের জন্যই লড়াই করব। আশা করি, কমপক্ষে ১ পয়েন্ট পেয়ে বাছাই শেষ করব আমরা।’
এশিয়ায় বাংলাদেশ যে এখন বাকি দলগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ সেটা জানান দিতে চান কাবরেরা। দল নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে কাবরেরা বলেন, ‘আমাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা, যেটা আমরা আড়াই বছর আগে শুরু করেছিলাম, সেটা বাস্তবায়নে আমাদের পদক্ষেপ নেওয়ার এটাই সময়। এশিয়ায় আমরা যে কঠিন প্রতিপক্ষ, এই বার্তা আমাদের অন্য দলগুলোকে দিতে হবে।’