রোনালদোর ঝুলিতে নতুন রেকর্ড 

রোনালদোর ঝুলিতে নতুন রেকর্ড 

ইউরো চ্যাম্পিয়নশিপের আগে গতকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। সেখানে জোড়া গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতেই জাতীয় দলের জার্সিতে তার মোট গোলের সংখ্যা দাঁড়াল ১৩০। অনেক আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের জয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এই পর্তুগিজ মহাতারকার। এবার সংখ্যায় তা আরও খানিকটা বাড়ল। তবে এই জোড়া গোলের মধ্যে দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন রোনালদো। জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোল করা একমাত্র ফুটবলার এখন তিনিই। 

২০০৩ সালে জাতীয় দলে অভিষেক রোনালদোর। তবে পর্তুগিজদের হয়ে প্রথম গোল পেতে তার অপেক্ষা করতে হয় এক বছর। তবে ২০০৪ সালে সেই শুরু, এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে প্রত্যেক বছরেই গোল করেছেন তিনি। এবং ২১ বছর ধরে টানা গোল করার এমন কীর্তি এখন রোনালদো ছাড়া আর কারো নেই।

এই ম্যাচটির আগে রোনালদোকে নিয়ে পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেজ বলেছিলেন, ‘ক্লাবের হয়ে খুব ধারাবাহিক পারফর্ম্যান্স করেছে ক্রিশ্চিয়ানো। কোনো সন্দেহ নেই সে দুর্দান্ত স্কোরার। ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে সে। পাঁচটি ইউরো খেলা একমাত্র ফুটবলার সে। তো আমরা আন্তর্জাতিক ফুটবলের অনন্য একটি অর্জনের ব্যাপারে কথা বলছি এবং তার অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ 

অভিজ্ঞ ও ‘বুড়ো’ রোনালদোতেই কেন কোচ ভরসা করবে তার আরও একটা প্রমাণ এই ম্যাচ। 

গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে দলেই ছিলেন না রোনালদো। সেই ম্যাচে ৪-২ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে রোনালদো দলে থাকলেও সময় কাটিয়েছেন বেঞ্চে বসেই। তবে ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচে একাদশে ফিরে শুধু গোলই করলেন না, নাম লেখালেন অনন্য এক কীর্তিতেও। 

আল নাসরের হয়ে এবারের ২০২৩-২৪ মৌসুমে ৪৪টি গোল করলেও জাতীয় দলের হয়ে চলতি বছরে এই প্রথম গোল পেলেন রোনালদো। 

দুদিন বাদেই জার্মানিতে শুরু হতে যাচ্ছে ইউরোর এবারের আসর। সেখানে আগামী ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে পর্তুগাল।

সম্পর্কিত খবর