ব্রাজিলকে রুখে দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে এখন চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্ববৃহৎ আসর। তবে চলতি মাসের শেষ দিকে সেখানে খেলাধুলার উৎসব এই একটাই থাকবে না, কোপা আমেরিকাও যোগ হবে তাতে। তারই শেষ সময়ের প্রস্তুতি এখন সেরে নিচ্ছে কোপা আমেরিকার দলগুলো। ব্রাজিল যেমন কোপার আগে নিজেদের শেষ ম্যাচটা খেলে ফেলল।
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্য ম্যাচটায় যেমন পারফর্ম করেছে ব্রাজিল, তাতে কোচ দরিভাল জুনিয়রের মন ভরবে না একটুও। এগিয়ে গিয়েও যে তার দল লিডটা ধরে রাখতে পারেনি! ১-১ গোলে ড্র করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে।
ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ব্রাজিল শুরুটা অবশ্য বেশ ভালো করেছিল। বলের দখলে এগিয়ে ছিল। ১৭ মিনিটে পেয়ে গিয়েছিল গোলও। বার্সা উইঙ্গার রাফিনিয়ার বাড়ানো বল থেকে গোলটা করে ব্রাজিলকে লিড এনে দেন রদ্রিগো গোয়েজ।
তবে সে লিডটা ব্রাজিল ধরে রাখতে পারল না। ১০ মিনিটেরও আগে সমতা ফেরায় স্বাগতিকরা। ২৬ মিনিটে গোলটা করেন ক্রিশ্চিয়ান পুলিসিক। ম্যাচে ফেরে ১-১ সমতা। সেই সমতা বিরতির আগে আর ভাঙেনি।
ভাঙা হয়নি বিরতির পরও। দুই দল চেষ্টার অবশ্য কমতি রাখেনি। অন টার্গেট শট ব্রাজিল নিয়েছিল ১২টা। তবে গোলের দেখা পায়নি তার একটাতেও। যুক্তরাষ্ট্রও গোলমুখে ৭টা শট নেয়, সফলতার দেখা তারাও পায়নি। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।