জাতীয় দল আমার জীবনের ভালোবাসা: রোনালদো
২০২২ কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, এমনটা অনেকেই ধরে নিয়েছিলেন। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার নিজ দেশ পর্তুগালের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চেই ইতি টানবেন এমনটা মনে হলেও সবাইকে অবাক করে দিয়ে তিনি আরো খেলবেন বলে জানালেন। চলতি বছরে হতে চলা ইউরোতে খুব সম্ভবত তিনি শেষবার দেশের জার্সি গায়ে মাঠ মাতাতে নামবেন।
বয়সটা বাড়লেও নিজের ফর্ম ও খেলার ধার এতটুকু কমতে দেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। ক্লাব ও জাতীয় দল, উভয়ের জার্সি গায়েই সমানতালে গোল করে যাচ্ছেন তিনি। দলের সবচেয়ে বড় ভরসার নামই হচ্ছেন এই রোনালদো।
আসন্ন ইউরোর প্রস্তুতিটা বেশ ভালোমতোই সম্পন্ন করেছেন রোনালদো এবং তার দল পর্তুগাল। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল, সেখানে জোড়া গোল করে জয়ের মূল নায়ক ছিলেন রোনালদোই। এই জোড়া গোলের মাধ্যমে তার আন্তর্জাতিক গোলের সংখ্যা এখন ১৩০টি।
নিজের ফুটবল ক্যারিয়ারটা শেষ দিকে, এমনটাই মনে করেন রোনালদো। এতো বছর ধরে খেলতে পারা এবং প্রভাব বিস্তার করতে পারাটা তার জীবনে পাওয়া একটা বিশেষ উপহার। তিনি বলেন, 'আমি জানি, ফুটবল ছাড়তে আমার আর বেশিদিন নেই। বয়স ৩৫ হয়ে যাওয়ার পরও খেলতে পারাটা একটা উপহার। আমার বয়স এখন ৩৯ এবং এখন নিজের খেলা উপভোগের সময়।’
জাতীয় দলে খেলা প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমার জন্য জাতীয় দলে খেলাটা আবেগের, ভালোবাসার। জাতীয় দলের জার্সিতে যে কোনো খেলাই স্পেশাল। ইউরো চ্যাম্পিয়নশিপ স্পেশাল, এটা আমার ষষ্ঠ আসর, যেটি একটা রেকর্ডও বটে! জাতীয় দলের জন্য গোল করাটা বিশেষ অনুভূতির। জাতীয় দল আমার জীবনের ভালোবাসা, ইউরো জিততে পারলে একটা স্বপ্ন পূরণ হবে।’
এবারের ইউরোতে নিজের সেরাটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জানিয়ে রোনালদো বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় আছি। আমি প্রস্তুত, আমি সবসময় সেরা প্রস্তুতিটা নিয়ে থাকি, আমি শতভাগ পেশাদার। আমি বরাবরের মতো প্রস্তুত আমার দেশকে সাহায্য করার জন্য।’