মায়ামিতেই ক্লাব ক্যারিয়ারের শেষ দেখছেন মেসি 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৫৬ পিএম | ১৩ জুন, ২০২৪

চলতি মাসের ২৪ তারিখে বয়সটা ৩৭ পূর্ণ করবেন ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। বয়সটা কার্যত অবসরের ইঙ্গিতেরই। তবে মাঠের খেলায় এখনো তার ফর্ম নিয়ে সন্দেহ নেই কারো। অবসরটা নিয়েও যেন ভাবছেন না এখনই। আপাতত তার লক্ষ্য আর্জেন্টিনার হয়ে কোপার শিরোপা ধরে রাখা। তবে তার মাঝে উঠল ক্লাব ক্যারিয়ারের ইতি টানা নিয়ে প্রশ্ন? সেখানে মেসি জানালেন এই ইন্টার মায়ামিই হতে চলেছে ক্লাব ক্যারিয়ারে তার শেষ ঠিকানা। 

বার্সেলোনা দিয়ে ক্লাব ফুটবলে যাত্রা শুরু মেসির। সেখানে লম্বা সময় পার করে পিএসজিতে পাড়ি জমান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর ইউরোপের পাট চুকিয়ে তিনি এখন খেলছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতেই। এবং ক্লাব ক্যারিয়ারের ইতিটা তাদের সঙ্গেই চান মেসি। 

সম্প্রতি ইএসপিএনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ফুটবল নিয়ে তার অতীত ও ভবিষ্যতের অনেক কিছুই। সেখান ক্লাব ক্যারিয়ার প্রসঙ্গে মেসি বলেন, ‘আমার মনে হয়, ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব। এটি আমার আজকের ভাবনা, এটাই আমার শেষ ক্লাব।’ 

ফুটবলটা সবসময়ই উপভোগ করেন মেসি। তবে বুট জোড়া তো একসময় তাকেও তুলে রাখতে হবে। সেটা ভেবে অনেকটাই ভয় লাগে মেসির। এই প্রসঙ্গে টেনে সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সারা জীবন আমি এটাই করেছি (ফুটবল লেখা)। ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলনটাও উপভোগ করি…এটা থেমে যাবে ভেবে সবসময়ই একটু ভয় লাগে’ 

তবে অবসর নিয়ে এখনই তাড়াহুড়ো করেছেন না মেসি। তবে তার হাতে যে খুব বেশি সময় নেই সেটিও তিনি জানেন ভালোভাবেই। এজন্যই যেন খেলাটাকে আরও বেশি উপভোগ করছেন তিনি। ‘অবসর নিয়ে চিন্তা করছি না। নিজেকে উপভোগের চেষ্টা করি এবং এ কারণে আমি সবকিছু আরও বেশি করে উপভোগ করতে পারছি।’ 

খেলার দুনিয়া | ফলো করুন :