মেসির কাছে মার্তিনেজই বিশ্বের সেরা
কাতার বিশ্বকাপের ফাইনালে ১২০ মিনিটের পর অ্যাডেড টাইমের তিন মিনিটের সময় মুয়ানির সাথে ওয়ান টু ওয়ান পজিশনে এমিলিয়ানো মার্তিনেজের সেই সেভ হয়তো মনে ধরে রাখবেন আর্জেন্টিনার সমর্থকরা। এরপর টাইব্রেকারেও একটি শট ঠেকান মার্তিনেজ। কোয়ার্টার-ফাইনালেও নেদারল্যান্ডস হেরেছিল তার কাছেই, টাইব্রেকারে। কোপাতেও দেখিয়েছিলেন একই বীরত্ব। সবমিলিয়ে বেশ কয়েকবার জিতিয়েছেন মার্তিনেজ একাই টেনেছেন আর্জেন্টিনাকে।
বিশ্বকাপ ফাইনাল জয়ের সেই সুখস্মৃতি এখনো তরতাজা লিওনেল মেসির কাছে। আর্জেন্টাইন সুপারস্টারের মতে, বিশ্বের সেরা গোলরক্ষক মার্তিনেজই।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবলের ক্যারিয়ার, ক্লাব ক্যারিয়ার, বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এসব নিয়ে কথা বলেন মেসি। সেখানে তিনি বলেন, ‘দিবু অর্থাৎ এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষক।’
৩১ বছর বয়সী এই গোলরক্ষক ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায়। এর আগে সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এবার দলকে রেখেছেন টপ ফোরে। খেলবেন চ্যাম্পিয়নস লিগে।