দ্রুততম গোল হজমের রেকর্ড গড়েও জিতল ইতালি

দ্রুততম গোল হজমের রেকর্ড গড়েও জিতল ইতালি

ম্যাচের বয়স তখন আধ মিনিটও হয়নি। আলবেনিয়ার নাদিম বাজরামি তারও ৭ সেকেন্ড আগে বল জড়িয়ে বসেন ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জালে, গড়ে ফেলেন ইউরো ইতিহাসের দ্রুততম গোলের কীর্তি। 

তবে তার সুখস্মৃতি অবশ্য টেকেনি বেশিক্ষণ। ইতালি ম্যাচে ফিরেছে দ্রুতই। ২-১ গোলে জিতে ইউরোয় শুভসূচনা করেছে দলটা। 

রেকর্ডটা ২০০৪ ইউরোয় গড়েছিলেন দিমিত্রি কিরিচেঙ্কো। রাশিয়ার হয়ে গ্রীসের বিপক্ষে ৬৭ সেকেন্ডে গোল করে কীর্তিটা লিখেছিলেন তিনি। তার ২০ বছর পর এসে তার রেকর্ড ভাঙলেন বাজরামি। 

ইতালিয়ান ক্লাব সাসুওলোতে খেলা বাজরামি কাল গোলটা পেয়ে যান ইতালিয়ান এক ডিফেন্ডারের ভুলেই।  ফেদেরিকো ডিমারকোর একটা ভুল থ্রো ইন থেকে বলের দখন নিয়ে গোলটা করেন তিনি। 

তবে ইতালি জবাবটা দিয়েছে দ্রুতই। ১১ মিনিটে বাস্তোনির গোলে ম্যাচে সমতায় ফেরে আজ্জুরিরা। এরপর নিকোলো বারেলা গোল করে দলকে এগিয়ে দেন ১৬ মিনিটে। 

ম্যাচের নিষ্পত্তি ওই তিন গোলেই হয়ে গেছে। ম্যাচের বাকি অংশে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ২-১ গোলের জয় নিয়ে বি গ্রুপে শুভসূচনা করল ইতালিয়ানরা। তাতে গত রাতে স্পেনের কাছে ৩-০ গোলে হারা ক্রোয়েশিয়া পড়েছে বিপাকে। তারা চলে গেছে গ্রুপের তলানিতে। শীর্ষে আছে স্পেন, এরপর ইতালি; তিনে আলবেনিয়া, শেষে লুকা মদ্রিচরা। 

সম্পর্কিত খবর