জয় দিয়ে ইউরো মিশন শুরু ইংলিশদের

জয় দিয়ে ইউরো মিশন শুরু ইংলিশদের

উয়েফা ইউরো ২০২৪ আসরে নিজেদের প্রথম ম্যাচে রবিবার রাতে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। যেখানে ১-০ গোলের জয় তুলে নিয়েছেন ফোডেন-বেলিংহামরা।

দলীয় শক্তিসামর্থ্য কিংবা তারকা খেলোয়াড়ের সংখ্যা, সবদিকেই ঢের এগিয়ে ছিল ইংল্যান্ড। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ইংলিশরা, যার ফলও তারা পায় কিছুক্ষণ পরই।

১৩তম মিনিটে সার্বিয়ার জালে বল জড়ান রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। ক্রস করা বল সার্বিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে উড়ে আসতে থাকে, যাতে দৌড়ে এসে জোরালো ভাবে মাথা দিয়ে আঘাত করেন বেলিংহাম। গোলরক্ষক ঝাঁপ দিয়েও বল রুখতে পারেননি।

ম্যাচের বাকি সময় আরও বেশকিছু আক্রমণ করে ইংল্যান্ড। সার্বিয়াও সুযোগ তৈরি করে। তবে কোনো দলই আর গোলের সুযোগ না পাওয়ায় এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ে নিজেদের গ্রুপ সি-এর শীর্ষস্থান এই মুহূর্তে ইংল্যান্ডের দখলে। এক ম্যাচে তাদের পয়েন্ট ৩। ডেনমার্ক ও স্লোভেনিয়া নিজেদের মধ্যে ড্র করায় ১ করে পয়েন্ট তাদের। আর এক ম্যাচে একটিতে হেরে তলানিতে আছে সার্বিয়া।

সম্পর্কিত খবর