ঈদের দিনে হকিতেও জয়ের আনন্দ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:৩৯ পিএম | ১৭ জুন, ২০২৪

আজ পবিত্র ঈদ উল আজহা। আজকের দিনের শুরুটা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় দিয়ে। ঈদের দিনের শেষটাও হলো বাংলাদেশের আরও এক জয় দিয়ে। এবার খেলা বদলে গেছে, কিন্তু জয়ের আনন্দটা বদলায়নি। হকিতেও বাংলাদেশ দারুণ এক জয় পেয়েছে আজ। 

বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল এখন খেলছে মেন্স জুনিয়র এএইচএফ কাপে। সিঙ্গাপুরে চলমান এই টুর্নামেন্টে আজ লাল সবুজের প্রতিনিধিরা হারিয়েছে শ্রীলঙ্কাকে। মোহাম্মদ দ্বীন ইসলামের হ্যাটট্রিকে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে দলটা। 

টানা দুই জয়ে বাংলাদেশ পুল এ’র শীর্ষে উঠে গেছে। থাইল্যান্ডের সঙ্গে সমান পয়েন্টে সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে আছেন দ্বীন ইসলামরা।

প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। যদিও আজ শ্রীলঙ্কার রক্ষণ ভাঙতে অপেক্ষা করতে হয়েছে দুই কোয়ার্টারের শেষ পর্যন্ত। সিঙ্গাপুরের বিপক্ষে ৫ গোল করা আমিরুল ইসলাম ২৫তম মিনিটে গিয়ে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বীন ইসলাম ব্যবধান বাড়ান তৃতীয় কোয়ার্টারে। এরপর ৫১, ৫৫ আর ৫৬ মিনিটে তার আরও তিন গোলে বাংলাদেশ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। 

খেলার দুনিয়া | ফলো করুন :